ঢাকা     বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১১ ১৪৩২

নাহিদ ইসলাম গণতন্ত্রের ইমাম: মাসউদ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৮:০৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
নাহিদ ইসলাম গণতন্ত্রের ইমাম: মাসউদ

শুক্রবার মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবদুল হান্নান মাসউদ

বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. নাহিদ ইসলামকে ‘গণতন্ত্রের ইমাম’ বলে আখ্যা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ আখ্যা দেন।

আবদুল হান্নান মাসউদ বলেছেন, “নাহিদ গণতন্ত্রের ইমাম, যিনি ক্ষমতার মসনদ ছেড়ে আবারো ফিরেছেন জনতার কাতারে। তিনি নির্যাতনের মুখেও মাথা নত করেননি।”

তিনি আরো বলেন, “আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। এটাই দেশবাসীর প্রতি আমাদের প্রতিশ্রুতি।”

বিকেল ৪টার পর এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়। এ অনুষ্ঠানে দলটির নেতৃত্ব ঘোষণা করা হবে।

ঢাকা/সুকান্ত/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়