ঢাকা     রোববার   ২৩ মার্চ ২০২৫ ||  চৈত্র ১০ ১৪৩১

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিল, আটক ৩

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৪, ২১ মার্চ ২০২৫   আপডেট: ২২:০৬, ২১ মার্চ ২০২৫
ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিল, আটক ৩

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মিছিলে বাধা দিয়েছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। সেই সময় তারা ৩ জনকে আটক করে পুলিশে দেন।

শুক্রবার (২১ মার্চ) এই ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার ওসি (তদন্ত) হাফিজুর রহমান রাইজিংবিডিকে বলেন, “২৫ থেকে ৩০ জনের ওই মিছিল বের হয়ে মূল সড়ক  প্রদক্ষিণ করে ও তারা স্লোগান দিতে থাকে। এ সময়  জনতা ৩ জনকে ধরে সোপর্দ করেছে। ৩ জন থানা  হেফাজতে আছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা  নেওয়া হবে।”

আরো পড়ুন:

তিনি বলেন, “ইফতারের পর আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী মিছিল বের করেন। শিক্ষার্থী ও স্থানীয়রা তাদের বাধা দেয় এবং ৩ জনকে পুলিশে সোপর্দ করে।”

আটক ৩ জন হলেন-যুব মহিলা লীগের সদস্য লাবনী, আওয়ামী লীগ কর্মী মো. সিরাজুল ও ছাত্রলীগ কর্মী রাজু।

পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীদের নিয়ে কেন মিছিলের আয়োজন করা হয়েছিল, সেই বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ হচ্ছে।

ঢাকা/এমআর/এসবি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়