সংসদ ও গণপরিষদ নির্বাচনকে মুখোমুখি করে নতুন চক্রান্ত চলছে: আখতার

জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণপরিষদ নির্বাচনকে মুখোমুখি দাঁড় করার যে চক্রান্ত চলছে, এটা বাংলাদেশকে নতুনভাবে পিছিয়ে দেওয়ার চক্রান্ত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন।
বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনে জাতীয় নাগরিক কমিটি কর্তৃক আয়োজিত গণ ইফতার আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আখতার হোসেন বলেন, জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবেন তাদের সংসদ হিসাবে ভূমিকা পালন করতে পারে, সে প্রস্তাবনা রাখা হয়েছে। আর এর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের দীর্ঘ মেয়াদি মুক্তির সংগ্রামের সুফল রয়েছে।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আমরা আহ্বান জানাব; বিচার, সংস্কার এবং গণপরিষদের যে বাস্তবতা সেটাকে আমলে নিয়ে সামনের বাংলাদেশের যে রোডম্যাপ, সেটা ঘোষণা করতে হবে।
জাতীয় নাগরিক কমিটির এই সদস্য সচিব বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে যে রাষ্ট্র কাঠামো দেখতে চেয়েছে, তাকে পেতে হলে আমাদের নতুন সংবিধান পেতে হবে। আর নতুন সংবিধানের জন্য অবশ্যই গণপরিষদের নির্বাচনের কোনো বিকল্প নেই।
আক্তার হোসেন আরো বলেন, একাত্তরের স্বাধীনতা এবং ২৪-এর গণঅভ্যুত্থানকে যে পরস্পরবিরোধী করার যে নীল চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি, সেটার তীব্র বিরোধিতা করি। বাংলাদেশের মানুষের স্বাধীনতা সংগ্রামের যত অধ্যায় রয়েছে তার মধ্যে একাত্তর একটি অন্যতম উজ্জ্বল অধ্যায় বলে মনে করি। আর এই উজ্জ্বল অধ্যায় যখন অন্ধকারে নিমজ্জিত করা হয়েছিল তখন গণঅভ্যুত্থানের মাধ্যমে ২৪-এর সৈনিকেরা তাদের জীবন দিয়ে মানুষকে আরেকবার মুক্ত করেছিল। ২৪-এর গণঅভ্যুত্থান না হলে আমরা একাত্তরের স্বাধীনতাকে চিরতরে হারিয়ে ফেলতাম।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ একাত্তরের শহীদ এবং ২৪-এর শহীদদের স্মরণ রাখবার পক্ষপাতী। আমরা যে সময় গণ আন্দোলনের মধ্যে দিয়ে গেছি, সে গণ আন্দোলনকে সফল করতে হলে অবশ্যই সম্প্রতি বাংলাদেশের যে গণহত্যা সংঘটিত হয়েছে, এর বিচার দৃশ্যমান করতে হবে।
ঢাকা/রায়হান/এনএইচ