ঢাকা     বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১১ ১৪৩২

ইউনূস-মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে: মির্জা ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:১৬, ৪ এপ্রিল ২০২৫   আপডেট: ২৩:১৮, ৪ এপ্রিল ২০২৫
ইউনূস-মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক নতুন আশার সঞ্চার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দেশের ক্রীড়াঙ্গনের বিশিষ্টজনদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মির্জা ফখরুল। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই আশার কথা শোনান। 

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সাংরিলা হোটেলে বিমসটেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে শুক্রবার দুপুরে দ্বিপক্ষীয় বৈঠক করেন ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি। প্রতিবেশী দুই দেশের নেতারা এটিই প্রথম মুখোমুখি বৈঠক।

আরো পড়ুন:

এই বৈঠকের বিষয়ে সাংবাদিকরা মির্জা ফখরুলের কাছে জানতে চাইলে তিনি সন্তোষ প্রকাশ করেন, বলেন, “এটি খুবই আনন্দের কথা। আমরা মনে করি, ভূরাজনীতিতে এবং বর্তমান বিশ্ব প্রেক্ষাপট, বাংলাদেশ ও ভারতের যে অর্থনৈতিক প্রেক্ষাপট, সে প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকটা আমাদের সামনে একটা আশার আলো তৈরি করছে।”

ড. ইউনূস ও মোদির মধ্যে বৈঠক হওয়াকে ইতিবাচক বর্ণনা করে মির্জা ফখরুল বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে তিক্ততা তৈরি হয়েছে, সেটা যেন আর বেশি সামনে না যায় অথবা এটা যেন কমে আসে, তাদের বৈঠকের মাধ্যমে সেই সম্ভাবনা তৈরি হয়েছে।

 “আমি যত দূর দেখেছি, তাতে আমার মনে হয়েছে, এ ব্যাপারে দুজনেই যথেষ্ট আন্তরিক এবং এটা নিঃসন্দেহে বাংলাদেশের মানুষ ও ভারতের মানুষ, উভয় দেশের মানুষের উপকার করবে,”যোগ করেন মির্জা ফখরুল। 


সর্বশেষ

পাঠকপ্রিয়