ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শহীদ রিজভীর ভাই রিমনের ওপর হামলা, ছাত্র ইউনিয়নের নিন্দা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০০, ২৭ এপ্রিল ২০২৫   আপডেট: ০১:৫০, ২৮ এপ্রিল ২০২৫
শহীদ রিজভীর ভাই রিমনের ওপর হামলা, ছাত্র ইউনিয়নের নিন্দা

রবিবার নোয়াখালীর মাইজদীতে শহীদ মাহমুদুল হাসান রিজভীর একমাত্র ছোট ভাই মাহমুদুল হাসান রিমনের ওপর সন্ত্রাসী হামলা হয়।

নোয়াখালীর মাইজদীতে শহীদ মাহমুদুল হাসান রিজভীর একমাত্র ছোট ভাই মাহমুদুল হাসান রিমনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

রবিবার (২৭ এপ্রিল) সকালে মাইজদী প্রভাতী স্কুল থেকে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে রিমন গুরুতর আহত হন। বর্তমানে তিনি নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।

মাহমুদুল হাসান রিজভী বাংলাদেশ ছাত্র ইউনিয়নের উত্তরা থানা শাখার কর্মী ছিলেন এবং ২০২৪ সালের ১৮ জুলাই গণঅভ্যুত্থানের সময় উত্তরাতে পুলিশের গুলিতে শহীদ হন। রিজভীর পরিবারের সদস্যের ওপর এ ধরনের হামলায় এলাকাজুড়ে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এক যৌথ বিবৃতিতে বলেন, "অন্তর্বর্তীকালীন সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। হত্যাকাণ্ড, ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েই চলেছে।"

তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে সতর্ক করে বলেন, বিচার প্রক্রিয়ায় গড়িমসি হলে ছাত্র ইউনিয়ন আন্দোলনে নামতে বাধ্য হবে।

ঢাকা/হাসান/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়