খুলনায় বিএনপির সদস্য সচিব মনিরুল, ভোলা সদরে কার্যক্রম স্থগিত
মনিরুল হাসান বাপ্পিকে খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভোলা সদর উপজেলা বিএনপির সব কার্যক্রম স্থগিত করেছে বিএনপি।
রবিবার (২ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবু বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মনিরুল হাসান বাপ্পিকে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হলো।
অন্যদিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভোলা জেলার সদর উপজেলা বিএনপির কমিটির সব কার্যক্রম স্থগিত থাকবে।
ঢাকা/নঈমুদ্দীন/রাসেল