ঢাকা     রোববার   ২৯ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৪ ১৪৩১

নির্বাচন বয়কট করে রাজনীতিতে হেরেছেন খালেদা : মেনন

নাসির || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩১, ২৮ ফেব্রুয়ারি ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নির্বাচন বয়কট করে রাজনীতিতে হেরেছেন খালেদা : মেনন

রাশেদ খান মেনন

নিজস্ব প্রতিবেদক : ওয়ার্র্কাস পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন , ‘৫ জানুয়ারির নির্বাচন বয়কট করার মাধ্যমে খালেদা জিয়া রাজনীতিতে হেরে গেছেন। তিনি এখন জনবিচ্ছিন্ন হয়ে সরকার ও সংসদের বিরুদ্ধে যড়যন্ত্র শুরু করেছেন।’

শনিবার রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন এবং বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ‘হরতাল-অবরোধ স্কুল-কলেজের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম কেবল ব্যাহত করছে না, শিক্ষার্থীদের মানসিকভাবেও চাপে রাখছে।’

দেশের মানুষকে মুর্খ করে রাখার ষড়যন্ত্র পরিহার করার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান রাশেদ খান মেনন।

অনুষ্ঠানে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ খোকন এবং বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবুল বাসার উপস্থিত ছিলেন।

এর আগে বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন মন্ত্রী ।

 

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৮ ফেব্রুয়ারি ২০১৫/নাসির/রফিক

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়