ঢাকা     সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১০ ১৪৩১

ফেসবুক থেকে পাওয়া অর্থে ১৬ পরিবারকে খাদ্য সহায়তা

সিরাজগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩১, ৩০ মার্চ ২০২২   আপডেট: ১৩:৪৪, ৩০ মার্চ ২০২২
ফেসবুক থেকে পাওয়া অর্থে ১৬ পরিবারকে খাদ্য সহায়তা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে পাওয়া অর্থে অসহায়, প্রতিবন্দ্বী ও বয়স্ক ১৬টি পরিবারের মধ্যে উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন মামুন বিশ্বাস নামে এক ব্যক্তি। রমজান উপলক্ষে বুধবার (৩০ মার্চ) তিনি এ খাদ্যসমগ্রী বিতরণ করেন। এদিকে উপহার পেয়ে খুশি অসহায় ও দুস্থরা।

বিতরণ করা খাদ্যসমগ্রীর মধ্যে রয়েছে ৩০ কেজি চাল, ৩ কেজি ডাল, ২ লিটার তেল, ১ কেজি লবণ, ১ কেজি খেজুর, ২ কেজি মুড়ি, ২ কেজি পেঁয়াজ, ৫ কেজি ছোলা, ১ কেজি চিনি, ১ পিচ সাবান ও গুড়া হলুদ, গুড়া মরিচ ও যাতায়াতের খরচের টাকা। 

উপহার পাওয়া মানুষরা বলেন, কয়েকদিন পরেই রমজান শুরু হবে। চাল, ডালসহ সব জিনিসের যে পরিমাণ দাম বাড়ছে পরিবার নিয়ে চরম দুশ্চিন্তায় ছিলাম। মামুন ভাই রমজানের বাজার করে দিয়েছে। এমন মানবিক সাহায্য পেয়ে আমরা খুব খুশি।’

আরো পড়ুন:

মামুন বিশ্বাষ বলেন, রমজান মাসে নিত্যপণ্যের দাম বেড়ে যায়। এছাড়া কিছুদিন ধরে বেড়েই চলেছে প্রতিটি পণ্যের দাম। এ অবস্থায় দুস্থ মানুষদের কথা চিন্তা করে এবং তাদের কিভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দেই। পোস্ট দেখার পর কানাডা প্রবাসী সিরাজগঞ্জের ছেলে জাকির হোসেনসহ কয়েকজন ৫০ হাজার টাকা পাঠায়। সেই টাকা দিয়েই অসহায় ও দুস্থদের সহায়তা করা হলো।’

তিনি আরো বলেন, ‘অসহায়দের সহায়তায় আমি আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আগামীতে জেলার অসহায় পরিবারের মাঝে এই খাদ্রসামগ্রী বিতরণের চেষ্টা করা হবে।’ 

অদিত্য/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়