ঢাকা     রোববার   ২৪ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

নোবিপ্রবিতে ‘পিএইচডির গল্প’ শুরু ১১ এপ্রিল 

নোবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১০, ৭ এপ্রিল ২০২২  
নোবিপ্রবিতে ‘পিএইচডির গল্প’ শুরু ১১ এপ্রিল 

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে পিএইচডি’র গল্প। আগামী ১১ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাবের উদ্যোগে শুরু হবে এ আয়োজন। 

বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে উদ্বোধনী প্রোগ্রামে প্রধান অতিথি থাকবেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলম। বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য

অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ।

আরো পড়ুন:

উদ্বোধনী প্রোগ্রামে পিএইচডির গল্প, অভিজ্ঞতা সম্পর্কে জানাবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নোবিপ্রবি সায়েন্স ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।

আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণামুখী করা ও উচ্চশিক্ষায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই আয়োজন করেছে নোবিপ্রবি সায়েন্স ক্লাব। প্রতি মাসে ২টি করে সেশনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা তাদের পিএইচডি যাত্রার অভিজ্ঞতা শেয়ার করবেন ও গবেষণা সংশ্লিষ্ট দিকনির্দেশনা প্রদান করবেন।

ফাহিম/মাহি 


সর্বশেষ

পাঠকপ্রিয়