ঢাকা     বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৬ ১৪৩১

শিশুদের মুখে হাসি ফোটাতে রঙিন পোশাক উপহার 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫২, ২৫ এপ্রিল ২০২২   আপডেট: ১২:৫৫, ২৫ এপ্রিল ২০২২
শিশুদের মুখে হাসি ফোটাতে রঙিন পোশাক উপহার 

ঈদের নতুন পোশাক পেয়ে আনন্দিত শিশুরা

ঈদ আনন্দ ভাগাভাগি করতে এবং সমাজের অসহায় দুস্থ শিশুদের মুখে হাসি ফোটাতে রঙিন পোশাক উপহার দিয়েছে আকবর আলী ফাউন্ডেশন নামের একটি সংগঠন। 

সোমবার (২৫ এপ্রিল) গাজীপুর সফিপুর আইডিয়াল পাবলিক কলেজের অডিটোরিয়ামে ২৫০ জন দুস্থ শিশুদের মধ্যে ঈদের রঙিন পোশাক বিতরণ করা হয়।

নতুন পোশাক পেয়ে উচ্ছসিত তোয়া আক্তার (৯) বলে, ‘মনে হচ্ছে আজকেই আমার ঈদ। হাবিব স্যার যে জামাটা দিয়েছে সেটা আমার খুব পছন্দ হয়েছে। ঈদের দিন এই জামাটা পড়ে থাকবো।’

আরো পড়ুন:

নাজমা খাতুন নামে এক মহিলা বলেন, ‘আমি অন্যের বাসায় কাজ করি। ছেলেকে মাদরাসায় ভর্তি করিয়েছি। আজ আকবর আলী ফাউন্ডেশন থেকে একটি পানজাবি দিয়েছে। এটি আমার ছেলেকে দেবো। আমরা খুবই খুশি।’

আকবর আলী ফাউন্ডেশনের সভাপতি ও সফিপুর আইডিয়াল কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, ‘এই ফাউন্ডেশনের পক্ষ থেকে সমাজের অসহায় সুবিধাবঞ্চিত দুস্থ শিশুদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতেই ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে। গত দুই বছর হলো আমরা এই কার্যক্রম চালু করেছি। ইনশাআল্লাহ প্রতি বছর এর ধারাবাহিকতা চালু রাখবো। নতুন পোশাকে শিশুদের হাসিখুশি মুখ দেখে আমি নিজেও অনেক আনন্দিত। সব ঠিক থাকলে আগামী বছর থেকে আমরা এই শিশুদের বিনামূল্যে শিক্ষা কার্যক্রম শুরু করবো।’

রেজাউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়