ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

পাখি’র জয়ীতা পুরস্কার পথ দেখাচ্ছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে

মুহাম্মদ নূরুজ্জামান, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৩, ২৪ ডিসেম্বর ২০২২   আপডেট: ১১:৪৩, ২৪ ডিসেম্বর ২০২২
পাখি’র জয়ীতা পুরস্কার পথ দেখাচ্ছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে

তৃতীয় লিঙ্গ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক উন্নয়নে কাজ করে চলেছেন পাখি দত্ত।

পাখি দত্ত (৩০)। তৃতীয় লিঙ্গের একজন মানুষ। সাফল্যের সিঁড়ি বেয়ে তিনি এখন পথ দেখাচ্ছেন সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে।
এ প্রতিবেদককে পাখি তার হার না মানা জীবনের গল্প ও স্বপ্নের কথা শুনিয়েছেন।

গত ৯ ডিসেম্বর মহিলা অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে পাখি'র হাতে জয়িতা পুরস্কার তুলে দেওয়া হয়। সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডের সফলতায় তিনি এ পুরস্কারে মনোনীত হন। এ অনুষ্ঠানে সাতজন জয়িতাকে পুরস্কৃত করা হয়।

পাখি দত্ত খুলনা নগরীর সোনাডাঙ্গা সাত্তার মিয়া সড়কে বাস করেন। বাবা হারা পাখি দত্ত মা রিনা রাণী দত্তের প্রেরণায় আজ তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের সামাজিক উন্নয়নে কাজ করে চলেছেন। তার ছোট বোন উপমা দত্ত চতুর্থ শ্রেণিতে লেখাপড়া করছেন। তৃতীয় লিঙ্গের মানুষ হয়েও তিনি পরিবারের হাল ধরে এগিয়ে যাচ্ছেন সামনের দিকে।

আরো পড়ুন:

২০০৫ সালে তৃতীয় লিঙ্গের মানুষদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে গড়ে ওঠে জাতীয় সংগঠন ‘বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি।’ ২০১৭ সালে ‘বন্ধু’ পরিবারের সদস্য হিসেবে কাজ শুরু করেন পাখি দত্ত। ২০২০ সাল পর্যন্ত এখানেই কাজ করেছেন তিনি। ২০১৮ সালের শেষের দিকে নিজ উদ্যোগে তিনি গড়ে তোলেন ‘নক্ষত্র মানব কল্যাণ সংস্থা।’ বর্তমানে তিনি বন্ধুর ইএলএমসি প্রকল্পের ভলেন্টিয়ার হিসেবে যুক্ত আছেন।

পাখি দত্তের অনুভুতি কি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুরস্কার পেতে সবার ভালো লাগে। অবহেলিত জনগোষ্ঠীর সহযোগিতা করতে এ পুরস্কার আমাকে অনুপ্রেরণা যোগাবে। আমি মায়ের অনুপ্রেরণায় এ পর্যন্ত আসতে পেরেছি। আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন বিভাগীয় গুরুমা পান্না হিজড়া ও গুরুমা শিল্পী হিজড়া। সফলতার পেছনে এদের নাম না বললে আমার অনুশোচনা থেকেই যায়। একই সঙ্গে আমার সংগঠন ‘নক্ষত্র মানব কল্যাণ সোসাইটি’র সদস্যদের কাছে আমি কৃতজ্ঞ। সজল আহমেদ, ইসতিয়াক মাহমুদ, আল আমিন শরীফ, শহিদুল ইসলাম সুমন, মো. রানা, সুদেব মন্ডল প্রমুখের কাছ আমি কৃতজ্ঞ।’ 

সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও উন্নয়নের জন্য কাজ করছে তার নিজস্ব  সমাজকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘নক্ষত্র মানব কল্যাণ সংস্থা।’ সংগঠনটি সমাজের পিছিয়ে পড়া নারী-পুরুষ, পথশিশু, হিজড়া/ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীসহ সব প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে। পাশাপাশি তাদেরকে সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে এনে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। 

সমাজের তৃতীয় লিঙ্গের অসহায় দরিদ্র মানুষের মানবেতর জীবনযাপন পাখি দত্তকে ব্যাথিত করে। তিনি বলেন, ‘প্রায়ই ভাবি আমার যদি সমর্থ্য থাকতো তাহলে অসহায় দরিদ্র প্রতিবেশীর জীবনমান উন্নয়নে একটি কর্মসূচি হাতে নিতাম। সেখানে তাদের সম্পৃক্ত করে দিতাম যাতে তারা নিজেরাই তাদের জীবনমানের উন্নয়ন করতে পারেন।’

পাখি দত্ত বলেন, ‘নিজের দায়িত্ববোধ থেকে সমাজের হত দরিদ্র মানুষের কল্যাণে কাজ করতে গিয়ে আমার অভিজ্ঞতা হয়েছে। অন্যকে সাহায্য করার সমর্থ নেই তাই চুপ করে বসে থাকবো এটি একটি ভুল ধারণা। চেষ্টা অব্যাহত রাখলে মানুষ আপনার ভালো কাজে সম্পৃক্ত হবে, আপনার ভালো কাজে সহযোগিতার হাত সম্প্রসারিত করবে।’ 

আগামীর পরিকল্পনা সম্পর্কে পাখি দত্ত বলেন, ‘সমাজসেবার পাশাপাশি আমার একটি ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে। বিশেষ করে তৃতীয় লিঙ্গ ও প্রান্তিক জনগোষ্ঠী যারা রয়েছেন তারা কোথাও তাদের লিঙ্গ পরিচয়ের কারণে কর্মসংস্থানের সুযোগ পান না। তাই ভবিষ্যতে একটি সুপারশপ প্রতিষ্ঠা করার ইচ্ছা রয়েছে। যাতে এখানে তৃতীয় লিঙ্গ ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ কাজ করতে পারেন। আমাদের এই ক্ষুদ্র মানবিক কার্যক্রম পরিচালনা করতে দেশ বিদেশে আপনাদের সবার সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।’ 

যে সংস্থার কল্যাণে পাখি দত্ত জয়ীতা হওয়ার গৌরব অর্জন করেছেন সেই সংস্থার নাম হলো খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তর। ওই অধিদপ্তরের উপ-পরিচালক হাসনা হেনা বলেন, ‘সমাজ উন্নয়ন ক্ষেত্রে পাখি দত্তের অবদান রয়েছে। সেই অবদানের স্বীকৃতি স্বরুপ তিনি খুলনা জেলায় জয়ীতা নির্বাচিত হন। পিছিয়ে পড়া তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে পাখি দত্ত সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য কাজ করে চলেছেন। যেটা সমাজের জন্য খুবই ইতিবাচক। বাজার থেকে চাঁদা কালেনশন করা, বাচ্চা নাচানোসহ নানা ধরনের চিরাচরিত কর্মকাণ্ডের বাইরে এসে পাখি দত্ত সমাজ উন্নয়নে অবদান রাখছেন। তার কর্মকাণ্ড সমাজে তৃতীয় লিঙ্গ সম্পর্কে গতানুগতিক ধারণা পাল্টে দিতে সহায়তা করবে। সমাজ তাদের গ্রহণ করতে উৎসাহিত হবে।’ 

তিনি আরও বলেন, ‘তৃতীয় লিঙ্গের পিছিয়ে পড়া মানুষগুলোর জীবনমান উন্নয়নে পাখি দত্তের চলমান কর্মকাণ্ড আগামীতেও অব্যাহত থাকুক এই কামনা আমাদের সবার।’  

মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়