ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

গরমে শিশুর সুস্থতায় চিকিৎসকের পরামর্শ

ডা. নাহিদা সুলতানা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৭, ১৫ মার্চ ২০২৪   আপডেট: ১৩:১৮, ১৫ মার্চ ২০২৪
গরমে শিশুর সুস্থতায় চিকিৎসকের পরামর্শ

গরমে শিশুদের নানা রকম রোগের ঝুঁকি তৈরি হয়। অনেক শিশুর খুব বেশি ঘামতে থাকে। এ ছাড়া শিশুদের পানিশূন্যতা দেখা দেয়, কোষ্ঠকাঠিন্য, বমি ও ডায়রিয়ার মতো সমস্যা তৈরি হয়। সেজন্য গরমে শিশুর আলাদা যত্নের প্রয়োজন হয়। গরমে কীভাবে শিশুর যত্ন নেবেন সে বিষয়ে জানিয়েছেন ডা. নাহিদা সুলতানা।

তিনি বলেছেন, গরমে শিশুর বডি টেম্পারেচার বাড়ে-কমে। ভোরের সময় দেখা যায় শরীর ঠান্ডা হয়ে গেছে আবার অন্য সময় হয়তো শিশুর শরীর গরম থাকে। শিশুদের মেটাবোলিক ব্লাড সার্কুলেশন বেশি হয়-সেজন্য এমনটা হয়ে থাকে। আবার ভিটামিনের স্বল্পতার কারণেও হতে পারে। এটা বিশেষ কোনো রোগের লক্ষণ নয়। তবে এই সমস্যা যদি হরমোনাল ডিস-অর্ডারের কারণে হয়, তাহলে হরমোনাল থাইরয়েড ফাংশন টেস্ট করতে হবে এবং শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

এ সময় শিশুদের বিশুদ্ধ পানি পান করাতে হবে।

আরো পড়ুন:

পানীয় জাতীয় খাবার দিতে হবে।

স্কুলগামী শিশুরা যাতে ধুলাবালির প্রকোপ থেকে রক্ষা পায় সেটা নিশ্চিত করতে হবে। 

শিশুকে আরামদায়ক ঢিলেঢালা পোশাক পরাতে হবে।

গরমে শিশুকে ভালো রাখার জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতা খুব জরুরি। 

শিশুকে ঘরে তৈরি খাবার দিতে হবে। বাইরের খাবার সম্ভব হলে পুরোপুরি এড়িয়ে যেতে হবে।

/লিপি


সর্বশেষ

পাঠকপ্রিয়