ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বেশি সময় এসিতে থাকলে যা হয়

দেহঘড়ি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০১, ১৬ এপ্রিল ২০২৪   আপডেট: ১১:০৯, ১৬ এপ্রিল ২০২৪
বেশি সময় এসিতে থাকলে যা হয়

বেশি সময় এসিতে থাকলে বিভিন্ন রোগ দেখা দিতে পারে

বাইরে তাপমাত্রা বেশি। ঘরে কিংবা অফিসে এসিতে থাকায় বাইরের প্রচণ্ড তাপ সহ্য করতে হচেছ না। বেশ আরাম করে দিনটি কেটে যাচ্ছে। কিন্তু ভেতরে ভেতরে অসুস্থ হয়ে পড়ছেন না তো! গবেষকরা বলছেন দিনে ৭-৮ ঘণ্টার বেশি এসিতে থাকলে শরীরে নানা রোগ বাসা বাঁধতে পারে। বিশেষ করে যাদের ইমিউনিটি কম তারা নানা রোগে ভুগতে শুরু করেন। কেন বিভিন্ন রোগের প্রকোপ বাড়ে চলুন জানা যাক।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এসিতে দীর্ঘ সময় থাকলে 

ত্বক শুষ্ক হয়ে যেতে পারে।

পানিশূন্যতা দেখা দিতে পারে।

শ্বাসকষ্ট দেখা দিতে পারে।

অ্যাজমা এবং অ্যালার্জি বাড়তে পারে।

সংক্রামক রোগের প্রকোপ বাড়তে পারে।

মাথা ব্যথা বাড়তে পারে।

অলসতা বাড়তে পারে।

টাইমস অব ইণ্ডিয়ার তথ্য, এসি ব্যবহার করতে হলে নিয়মিত সার্ভিসিং করাতে হবে। দিনে সাত-আট ঘণ্টার বেশি সময় এসি ব্যবহার করা যাবে না। এসি ব্যবহার করতে হলে যথা সম্ভব দূরে থাকতে হবে। 

/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়