ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

প্রতিদিন ৩০ মিনিট হাঁটলে শরীর ও মনে যা ঘটে

দেহঘড়ি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৬, ১২ জুন ২০২৪   আপডেট: ০৯:০৫, ১২ জুন ২০২৪
প্রতিদিন ৩০ মিনিট হাঁটলে শরীর ও মনে যা ঘটে

ছবি: প্রতীকী

প্রতিদিন ৩০ মিনিট হাঁটলে নানারকম শারীরিক ও মানসিক উপকারিতা পাওয়া যায়। যারা রক্তচাপ নিয়ন্ত্রণ করতে চান তারা প্রতিদিন ৩০ মিনিট হাঁটতে পারেন। এ ছাড়া রক্ত সঞ্চালন বাড়ানোর অন্যতম উপায় হচ্ছে হাঁটা।

অধ্যাপক ডা. আলতাফ সরকার জানান, বিভিন্ন গবেষণায় দেখা গেছে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলে শারীরিক ও মানসিক নানারকম উপকারিতা পাওয়া যায়। যেমন—

প্রতিদিন হাঁটলে হৃৎস্পন্দন ভালো থাকে। আর স্পন্দন ভালো থাকলে হার্টও ভালো থাকে।

আরো পড়ুন:

আধা ঘণ্টা হাঁটলে রক্ত সঞ্চালন বেড়ে যায়।

রক্তচাপ নিয়ন্ত্রিত থাকে।

শরীরের বাজে কোলেস্টোরেল কমে যায় এবং ভালো কোলেস্টোরেল বেড়ে  যায়।

এতে হৃপিণ্ড ভালো থাকে।

বিপাক বাড়ে। হাঁটা আমাদের হজম প্রক্রিয়াকে উদ্দিপ্ত করে। এতে খাবার ভালোভাবে হজম হয়।

ওজন কমে।

প্রতিদিন হাঁটলে হাড়ের ক্ষয় রোধ হয় এবং হাড় শক্ত হয়। 

নিয়মিত হাঁটলে জয়েন্টের শুষ্কতা প্রতিরোধ করা সহজ হয়। এতে জয়েণ্টের অনেক সমস্যাও দূর হয়।

হাঁটলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

নিয়মিত হাঁটার অভ্যাস শ্বেতকণিকা তৈরিতে সহায়তা করে। 

হাঁটলে মনের প্রফুল্লতা বাড়ে, বিষণ্নতা কমে। 

আরও পড়ুন: হেঁটে ক্যালরি কমাতে মানতে হবে যেসব নিয়ম

/লিপি


সর্বশেষ

পাঠকপ্রিয়