ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যেসব লক্ষণ ব্রেন টিউমারের ইঙ্গিত দেয়

দেহঘড়ি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৭, ১ আগস্ট ২০২৪   আপডেট: ১০:৩৫, ১ আগস্ট ২০২৪
যেসব লক্ষণ ব্রেন টিউমারের ইঙ্গিত দেয়

ছবি: প্রতীকী

ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণ মাথাব্যথা। মস্তিষ্কে টিউমার হলে প্রায়ই মাথাব্যথা অনুভব হতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে মাথাব্যথা আরও বাড়তে থাকে। এমনকি পেইনকিলার বা ব্যথানাশক ওষুধ সেবন করার পরেও মাথাব্যথা নাও কমতে পারে। এ ছাড়াও আক্রান্ত ব্যক্তির শারীরিক এবং মানসিক বেশ কিছু পরিবর্তন দেখা দেয়। যেমন—

১. শুয়ে থাকার সময় খারাপ লাগতে পারে। বিশেষ করে বেঁকে শুয়ে থাকলে বেশি খারাপ লাগতে পারে।

আরো পড়ুন:

২. মলত্যাগের সময় অস্বস্তি বোধ করতে পারেন।

৩.হঠাৎ খিঁচুনি অনুভব করতে পারেন। এই খিঁচুনির প্রভাবে অসাড়তা অনুভব হতে পারে। হাত, পা নিয়ন্ত্রণে বাইরে চলে যেতে পারে। কথা বলতে সমস্যা হতে পারে। 

৪.  এই রোগে আক্রান্তদের ভারসাম্য রক্ষায় সমস্যা দেখা দেয়।

৫. ব্রেন টিউমারে আক্রান্ত রোগী অদ্ভূত গন্ধ পেতে পারেন।

৬. ব্রেন টিউমারের রোগীদের ব্যক্তিত্বের পরিবর্তন হয়। কর্মক্ষেত্রে অদক্ষতার পরিচয় দিতে শুরু করেন। এমনকি চিন্তা করার ক্ষমতা হারাতে পারেন।

৭. ব্রেন টিউমারের রোগীরা বিষণ্নতা এবং উদ্বেগে ভুগতে পারেন। তারা কথা বলার সময় উপযুক্ত শব্দ খুঁজে পান না। ফলে ভাষা প্রকাশে অসংলগ্নতা দেখা দেয়।

৮. ব্রেন টিউমারে আক্রান্ত রোগীদের দেখার ক্ষমতায় পরিবর্তন আসে। সব কিছু দ্বিগুণ বা ঝাপসা দেখতে শুরু করেন।

৯.ব্রেন টিউমার ‘ব্রেন স্টেমকে’ সংকুচিত করে ফেললে শ্বাসের হারের পরিবর্তন হয়।

১০. আক্রান্ত ব্যক্তির ঠান্ডা-গরমের অনুভূতি কমে যায়।

ওপরের লক্ষণগুলো কোনো এক বা একাধিক লক্ষণ দেখা দিলেই ব্রেন টিউমার হয়েছে বলে ধরে নেওয়ার কোনো কারণ নেই। ব্রেন টিউমার শনাক্ত করার জন্য ‘এমআরআই’ করতে হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে ‘সিটি স্ক্যান’ করতে হতে পারে। সেক্ষেত্রে উক্ত লক্ষণগুলো দেখা দিলে একজন নিউরোসার্জনের পরামর্শ নিন।

তথ্যসূত্র: এমডি অ্যান্ডারসন সেন্টার

/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়