ঢাকা     মঙ্গলবার   ১২ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২৮ ১৪৩১

হার্ট দুর্বল নাকি ব্রেন দুর্বল

দেহঘড়ি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৭, ১১ অক্টোবর ২০২৪   আপডেট: ১৪:১৭, ১১ অক্টোবর ২০২৪
হার্ট দুর্বল নাকি ব্রেন দুর্বল

ছবি: প্রতীকী

বুক ধড়ফড়, শ্বাসকষ্ট কিংবা অস্থিরতায় ভুগলে আমরা মনে করি হার্ট দুর্বল হয়ে পড়েছে। এই অবস্থায় হার্টের ডাক্তারের পরামর্শ গ্রহণ করি। কিন্তু এসব সমস্যা শুধুমাত্র হার্টের সমস্যার কারণে হয় না। 

ডা. গোলাম মোর্শেদ, মেডিসিন স্পেশালিস্ট ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট বলেন, ‘অনেক সময় অনেক রোগী বলে থাকেন, আমার কোনো কিছু শুনলেই ভয় লাগে। জোড়ে কোনো শব্দ শুনলে আমার বুক ধড়ফড় করে। তারপর কোনো একটা খাবার সংবাদ জানতে পারলে আমি অস্থির হয়ে যাই। টেনশন নিতে পারি না।– আর এই সব সমস্যা দেখা দিলে রোগী মনে করেন হার্ট দুর্বল হয়ে গেছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, এসব সমস্যা হার্টের দুর্বলতা থেকে হয় না। বরং রোগী খুব টেনশনে থাকেন। অস্থিরতায় ভোগেন এবং মানসিক চাপ অনুভব করেন। ফলে এসব সমস্যা দেখা দেয়। মানসিক চাপে থাকলে ব্যক্তি অনেক মানুষ দেখলে ভয় পায়। কোনো টেনশন নিতে পারেন না। অনেক সময় লিফটে উঠতেও ভয় পায়।– এসব সমস্যাকে হার্টের সমস্যা ভেবে অনেকে হার্ট বিশেষজ্ঞের কাছে যান, হার্টের চিকিৎসা নিতে। পরীক্ষা নিরীক্ষায় হার্টের কোনো সমস্যা ধরা না পড়লে একজন সাইক্লোজিস্ট অথবা একজন ক্লিনিক্যাল সাইক্লোজিস্টের পরামর্শ নেওয়া উচিত।’

 

আরো পড়ুন:

এই চিকিৎসক আরও বলেন, ‘মানসিক চাপ নিতে না পারাকে ব্রেন দুর্বল হিসেবে ধরা যেতে পারে। হঠাৎ কোনো খারাপ সংবাদ শুনলে যদি বুক ধড়ফড় করে, শ্বাসকষ্ট হয়, বুকে ব্যথা হয়; তাদের প্রথমে বুঝতে হবে এটি কোনো দুশ্চিন্তা থেকে হচ্ছে কিনা। যদি দুশ্চিন্তা থেকে এসব সমস্যা হয় তাহলে তাকে মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে যেতে হবে। এক্ষেত্রে কাউন্সেলিং, কগনিটিভ বিহেভিয়ার থেরাপির দরকার হতে পারে।’ 

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়