ঢাকা     শুক্রবার   ১৮ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ২ ১৪৩১

হলুদ জ্বরের উপসর্গ

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৪, ১৮ অক্টোবর ২০২৪   আপডেট: ১৪:০৩, ১৮ অক্টোবর ২০২৪
হলুদ জ্বরের উপসর্গ

ছবি: প্রতীকী

নানা ধরনের জ্বর আছে। এগুলোর মধ্যে একটি হচ্ছে ইয়োলো ফিভার বা হলুদ জ্বর। এডিস এবং হেমাগোগাস মশার কামড়ে এই জ্বর হয়ে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, হলুদ জ্বরের লক্ষণের মধ্যে রয়েছে জ্বর, মাংসপেশী ব্যথা, মাথাব্যথা, ক্ষুধামন্দা, বমি বমি ভাব বা বমি। 

হলুদ জ্বর সাধারণত ৩-৬ দিনের মধ্যে ভালো হয়ে যায়। এই রোগের উপসর্গ অনেক সময় বোঝা যায় না। হলুদ জ্বরে আক্রান্ত রোগীর প্রাথমিক উপসর্গগুলো শেষ হওয়ার পরপরই ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় ধাপে পৌঁছায়। হলুদ জ্বরে আক্রন্ত ব্যক্তির আলোর প্রতি সংবেদনশীলতা তৈরি হতে পারে। এবং চোখ, মুখ বা জিহ্বা লাল হয়ে যেতে পারে। এই উপসর্গগুলো সাধারণত কয়েক দিন থাকে। যদি কিছু দিন পরে এগুলো আবার ফিরে আসে, তাহলে সেটা দ্বিতীয় পর্যায় ধরে নিতে হবে। এই অবস্থায় জ্বর ক্ষতিকর পর্যায়ে চলে যায় এবং প্রাণঘাতী হতে পারে। যেমন—

লিভার ও কিডনি ফেলিওর, নাক, মুখ ও চোখ থেকে রক্তপাত, জণ্ডিস,  পেটে ব্যথা ও বমি, অনেক সময় রক্তসহ বমি হতে পারে। মস্তিষ্ক ঠিক মতো কাজ নাও করতে পারে। 

আরো পড়ুন:

তাই জ্বর হলে অবহেলা না করে  দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

তথ্যসূত্র: বিবিসি এবং ভ্যাকসিনেশন হাভ ইন

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়