ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

দুর্বল হার্টের লক্ষণ

দেহঘড়ি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৫, ৩১ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১২:৫৮, ৩১ ডিসেম্বর ২০২৪
দুর্বল হার্টের লক্ষণ

ছবি: সংগৃহীত

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি ৬ জনের ১ জন হার্টের রোগজনিত কারণে মারা যায়। এই রোগে আক্রান্ত হওয়ার অনেক কারণ রয়েছে। সেগুলো হলো, ৫০ এর অধিক বয়স, বেশি ওজন, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেসার, রক্তে কোলেস্টেরল এবং বংশগত কারণ। এসব লক্ষণের যেকোন দুইটি উপসর্গ দেখা দিলেই হার্ট দুর্বল হতে শুরু করতে পারে। দুর্বল হার্টের বেশ কিছু লক্ষণ রয়েছে।  

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার  ডা. ফারহানা হোসেন দুর্বল হার্টের বেশ কিছু লক্ষণের কথা জানিয়েছেন। এগুলো হলো—

বুকে ব্যথা: হার্টের রোগজনিত ব্যথা হলে শুধুমাত্র বুকের এক জায়গায় ব্যথা না হয়ে পুরো বুকজুড়ে ব্যথা ছড়িয়ে পড়তে পারে। এবং কয়েক মিনিট পর্যন্ত ব্যথা স্থায়ী হতে পারে। যদি তীব্র ব্যথার সাথে শ্বাস বন্ধ হয়ে আসে এবং শরীরের বাম দিকে ব্যথা বেশি ছড়াতে থাকে তাহলে হার্টের সমস্যার লক্ষণ হওয়ার সম্ভাবনা বেশি। এই অবস্থা দেখা দিলে জরুরি ভিত্তিতে হাসপাতালে চলে যেতে হবে। 

বমি ভাব এবং অরুচি: হার্ট ফাংশন দুর্বল হয়ে পড়লে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন রক্তে পৌঁছায় না। ফলে হজমে সমস্যা, বুক জ্বালাপোড়া ভাব, খাবারে অরুচি এবং বমিভাব দেখা দিতে পারে।

শক্তির অভাব: রক্তের মাধ্যমে অক্সিজেন সরবরাহ কমে গেলে পর্যাপ্ত পরিমাণ ক্যালোরি শরীরে পৌঁছাতে পারে না। ফলে শরীর ক্লান্ত থাকে। 

ঝিমুনি ভাব: হার্ট দুর্বল হলে ব্রেনে ব্লাড সাপ্লাই কমে যাওয়ার কারণে আমাদের ব্রেন ফুল ফাংশন করার মতো শক্তি জোগাড় করতে পারে না। ব্রেন শুধু মাত্র বেসিক ফাংশনগুলো চালু রাখার চেষ্টা করে। এই কারণে বিশ্রাম এবং ভালো ঘুমানোর পরেও ঝিমুনি ভাব অনুভব করতে পারেন। 

হঠাৎ ঘেমে যাওয়া: বিনা পরিশ্রমে বা স্বাভাবিক আবহাওয়াতে থেকেও আপনি যদি অনেক ঘেমে যান তাহলে সাবধান হওয়া উচিত। কারণ এটি দুর্বল হার্টের লক্ষণ।

উল্লেখ্য, যেকোন দুই উপসর্গ দেখা দিলে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। 

ঢাকা/লিপি


সর্বশেষ

পাঠকপ্রিয়