ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

রোগীকে কখন ভেন্টিলেশনে রাখা হয়

দেহঘড়ি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪১, ২ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৬:১৪, ২ জানুয়ারি ২০২৫
রোগীকে কখন ভেন্টিলেশনে রাখা হয়

ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা অঞ্জনা ভেন্টিলেশনে রয়েছেন। তার পরিবারের সদস্যরা অঞ্জনার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। আপনি জানেন কি কখন রোগীকে ভেন্টিলেশনে রাখা হয়?

ডা. অর্পন চক্রবর্তী, সিনিয়র কনসালটেন্ট কার্ডিয়াক অ্যানেসথেসিয়া, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড ইসিএমও স্পেশালিস্ট বলেন, ‘‘ ভেন্টিলেশন খুব পরিচিত নাম। কিন্তু যখন আমরা শুনি কোনো রোগী ভেন্টিলেশনে আছে তাহলে আমরা ভয় পেয়ে যাই। রোগীর যখন শ্বাসের সমস্যা হয় তখন ভেন্টিলেশন লাগে।’’

‘‘নিউমোনিয়া, হার্টের রোগ, অ্যাজমার ক্ষেত্রে ভেন্টিলেশন লাগতে পারে। কখনও কখনও কোনো খাবার শ্বাসনালীতের আটকে গেলে ভেন্টিলেশন লাগে। আবার সার্জারির পরে লাগতে পারে। হার্ট এবং লাঞ্চের নিচে থাকা ডায়াফোরাম (যেটা শ্বাস গ্রহণের প্রধান মাসল) সেটা ক্ষতিগ্রস্ত হলে বা যদি এই মাসল লিক হয়ে যায় তাহলে ভেন্টিলেশনের দরকার হতে পারে। মানুষ যখন নিজে শ্বাস নিতে পারে না, তখন ভেন্টিলেশন দেওয়া হয়।’’—যোগ করেন অর্পন চক্রবর্তী।

আরো পড়ুন:

এই চিকিৎসক আরও বলেন, ‘‘ সাধারণত শ্বাস নিতে হার্টের মাত্র ৫ শাতংশ শক্তি ব্যয় হয়। যখন হার্ট অ্যাটাক বা হার্ট ফেইল হয় শ্বাস নেওয়াটা একটা গুরুত্বপূর্ণ কাজে পরিণত হয়। কারও কারও ক্ষেত্রে দেখা যায় যে হার্টের ৭০ ভাগ শক্তি লেগে যায় শুধুমাত্র শ্বাস গ্রহণ করার জন্য। এই অবস্থা হলে হার্ট বাকি কাজগুলো ঠিক করতে করতে পারে না। এই অবস্থায় রোগীকে ভেন্টিলেশন দিয়ে হার্টের কাজ কিছুটা কমিয়ে দেওয়া হয়। ’’ 

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়