ঢাকা     মঙ্গলবার   ২২ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ৬ ১৪৩১

এসএমই খাতে প্রযুক্তিগত সহায়তা দেবে কানাডা

নিয়াজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৬, ১৮ মে ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এসএমই খাতে প্রযুক্তিগত সহায়তা দেবে কানাডা

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

অর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে প্রযুক্তিগত সহায়তা দিতে সম্মত হয়েছেন বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনার বেনওয়া পিয়ের লাঘামে।

 

সোমবার দুপুরে শিল্প মন্ত্রণালয়ে কানাডিয়ান হাই কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফকালে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ কথা জানান।

 

বৈঠকে শিল্পমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে চমৎকার বিনিয়োগ ও ব্যবসাবান্ধব পরিবেশ বিরাজ করছে। বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগের বিষয়ে উদার নীতি গ্রহণ করেছে। ফলে জাপান, কোরিয়া, চীন ও ভারত বাংলাদেশে বিনিয়োগের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সুবিধা চেয়েছে। এ লক্ষ্যে সরকার কাজ করছে। কানাডিয়ান উদ্যোক্তারা বিনিয়োগের আগ্রহ দেখালে তাদের বিষয়টিও জাতীয় স্বার্থ ও সরকারের উদার বিনিয়োগনীতির সঙ্গে সমন্বয় করে বিবেচনা করা হবে বলে তিনি উল্লেখ করেন।

 

আমির হোসেন আমু বলেন, বাংলাদেশে জাহাজ নির্মাণ শিল্প দ্রুত বিকশিত হচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ ইউরোপের দেশগুলোতে জাহাজ রপ্তানি করেছে। তিনি জাহাজ নির্মাণ খাতে যৌথ বিনিয়োগে এগিয়ে আসতে কানাডার উদ্যোক্তাদের প্রতি আহবান জানান। বাংলাদেশে সিরামিক, ওষুধ, চামড়াসহ সম্ভাবনাময় শিল্পখাতে বিনিয়োগে এগিয়ে আসতে তিনি কানাডিয়ান হাই কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন।

 

বৈঠকে কানাডিয়ান হাই কমিশনার জানান, কানাডায় শিল্প কারখানার শতকরা ৯০ ভাগ এসএমইখাতের আওতাভূক্ত। উচ্চ প্রযুক্তির ফলে এসএমইখাতে মূল্য সংযোজনের পরিমাণ অনেক বেশি। এসএমইখাতের কানাডিয়ান প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে বাংলাদেশি উদ্যোক্তারা লাভবান হতে পারে। তিনি বাংলাদেশের জনবলের দক্ষতা, সৃজনশীল শক্তি ও কাজের প্রতি গভীর আগ্রহের প্রশংসা করেন।

 

এসময় এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন কেএম হাবিব উল্লাহ, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুষেণ চন্দ্র দাস এবং বেগম আফরোজা খানসহ শিল্প মন্ত্রণালয় ও কানাডিয়ান দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

পরে বাংলাদেশ সীড অ্যাসোসিয়েশনের সভাপতি এম আনিস উদ দৌলার নেতৃত্বে সংগঠনের কার্যনির্বাহি কমিটির সদস্যরা শিল্পমন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয়ে সাক্ষাত করেন। সাক্ষাতকালে তারা বীজ শিল্পের সম্ভাবনা এবং সমস্যা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। মন্ত্রী কৃষিভিত্তিক শিল্প হিসেবে বীজ শিল্পখাতের উন্নয়নে সরকারের পক্ষ থেকে সম্ভব সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৮ মে ২০১৫/নিয়াজ/ইভা

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়