অবশেষে বিশ্বকাপ দলে আজমল
আমিনুল || রাইজিংবিডি.কম
সাঈদ আজমল
ক্রীড়া ডেস্ক : শুক্রবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। এই ম্যাচের আগে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন তালিমস্যান মোহাম্মদ ইরফান। তার পরিবর্তে এখনো আইসিসির কাছে কোনো বোলারকে চায়নি পাকিস্তান।
তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুক্রবার যদি পাকিস্তান জিতে যায় তাহলে ইরফানের বিকল্প হিসেবে সাঈদ আজমলকে উড়িয়ে নেওয়া হবে অস্ট্রেলিয়ায়। এমনটাই জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান।
তিনি বলেন, ‘কোয়ার্টার ফাইনালের আগে আমরা ইরফানের বিকল্প চেয়ে আইসিসির কাছে কোনো আবেদন করিনি। কারণ, এতো অল্প সময়ে ইরফানের বিকল্প আমরা অ্যাডিলেডে পাঠাতে পারব না। তবে হ্যাঁ, যদি আমরা সেমিফাইনালে উঠি তাহলে ইরফানের বিকল্প পাঠানো হবে। আর সেটা হতে পারে সাঈদ আজমল।’
গেল সেপ্টেম্বরে অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হন আজমল। এরপর পরীক্ষা দিয়ে ছাড়পত্র পেতে পেতে বিশ্বকাপের জন্য পাকিস্তানের চূড়ান্ত দল ঘোষণা হয়ে যায়। অবশ্য দল ঘোষণার আগেই আজমল নিজেকে বিশ্বকাপের দল থেকে প্রত্যাহার করে নিয়েছিলেন।
এরপর আইসিসির কাছে বোলিং অ্যাকশনের পুনঃপরীক্ষা দিয়ে উতরে যান। তবে তিনি দুসরা বোলিং করতে পারবেন না। আজমল বর্তমানে পাকিস্তানের একটি টিভি চ্যানেলে বিশ্বকাপের অনুষ্ঠান করছেন।
রাইজিংবিডি/ঢাকা/১৮ মার্চ ২০১৫/আমিনুল/নেছার
রাইজিংবিডি.কম