ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে কোটাবিরোধী আন্দোলন থেকে পুলিশের ওপর হামলায় মামলা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৫, ১৮ জুলাই ২০২৪  
চাঁপাইনবাবগঞ্জে কোটাবিরোধী আন্দোলন থেকে পুলিশের ওপর হামলায় মামলা

ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জে কোটাবিরোধী আন্দোলন থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে থানায় মামলা হয়েছে। বুধবার (১৭ জুলাই) সদর থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক বাদী হয়ে এ মামলা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের বারঘরিয়া সেতু ও শহরের শান্তি মোড় এলাকায় কোটাবিরোধী আন্দোলন থেকে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১২০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এখন পর্যন্ত এই মামলায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. কালু উদ্দিন ও বারঘরিয়া-কলোনিপাড়ার মৃত আব্দুল অহাব আলীর ছেলে টিপু সুলতান।

মেহেদী/কেআই

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়