ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

নিখোঁজের পরদিন বৃদ্ধের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১০, ২৭ সেপ্টেম্বর ২০২৪  
নিখোঁজের পরদিন বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজের পরদিন আব্দুল খালেক (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের পিয়ালিমারি পাগলা নদীর ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আব্দুল খালেক পিয়ালিমারি গ্রামের মৃত আরজেদ আলীর ছেলে।

ওসি বলেন, বৃহস্পতিবার দুপুরের পর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আব্দুল খালেক। ঘটনার পরদিন পাগলা নদীর ঘাটে ওই বৃদ্ধের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আব্দুল খালেক মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।

মেহেদী/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়