ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

রাজশাহীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন 

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০১, ৬ অক্টোবর ২০২৪  
রাজশাহীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন 

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উদ্যোগে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (৬ অক্টোবর) সকালে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

নগরভবন সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম। অনুষ্ঠানে শূন্য থেকে ৪৫ দিন বয়সী কয়েকটি শিশুকে জন্ম নিবন্ধন সনদ দেওয়া হয়। এছাড়াও ওয়ার্ড সচিবদের মাঝে জন্ম নিবন্ধন বিষয়ক লিফলেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে জন্ম নিবন্ধনে শতভাগ সাফল্য অর্জনকারী ২৮ নম্বর ওয়ার্ড সচিব ইদ্রিশ আলী বক্তব্য রাখেন।

সকাল সাড়ে ১০টায় নগরভবন থেকে শোভাযাত্রা শুরু হয়ে নগরীর দড়িখরবোনা মোড় হয়ে বিন্দুর মোড় হয়ে নগরভবনে এসে শেষ হয়। শোভাযাত্রায় রাসিকের ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, জন্ম-মৃত্যু নিবন্ধন কর্মকর্তা নাজমা খাতুন প্রমুখ অংশ নেন।
 

আরো পড়ুন:

কেয়া/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়