ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

বর ও কনে পক্ষের সংঘর্ষে আহত ১০

সিরাজগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৯, ১৪ ডিসেম্বর ২০২৪  
বর ও কনে পক্ষের সংঘর্ষে আহত ১০

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৌ ভাতের অনুষ্ঠানে বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বরের মাসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুই পক্ষ একে অন্যের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার নাগরৌহা গ্রামে দুই পক্ষের সংঘর্ষ হয়। 

আহতরা হলেন- বরে মা ফিরোজা খাতুন (৪৫), সবুজ হোসেন (৩০), ইমরান হোসেন (১৮), শহিদুল ইসলাম (৪০) ও নাম না জানা আরো ছয় জন।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাগরৌহা গ্রামের নুরুল হকের ছেলে ফয়সাল আহমেদের সঙ্গে উল্লাপাড়া উপজেলার মাগুড়া ডাঙা গ্রামের নিদান প্রামাণিকের মেয়ে আঁখী খাতুনের বিয়ে হয়। আজ বরের বাড়িতে বৌ ভাতের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে কনের পক্ষের ৩৫ জনের জায়গায় ৭০ জন আসেন। এনিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বর ও কনে পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। পরে জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বর ফয়সাল আহমেদের বাবা নুরুল হক জানান, কনে পক্ষের লোকজন অনুষ্ঠানের খাবার খাওয়ার সময়ে তাদের সঙ্গে পরিকল্পিতভাবে বিবাদের সৃষ্টি করছে। এতে তাদের সাত জনের মতো আহত হয়েছেন। 

মেয়ের বাবা নিদান প্রামাণিক অভিযোগ করে জানান, অতিরিক্ত লোক এসেছে এমন কথা বলে ছেলে পক্ষের লোকজন আক্রমণ করে। এতে তাদের তিন জন আহত হয়েছেন।

উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক মোকলেছুর রহমান জানান, বৌ ভাতের অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষের হয়। এতে উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঢাকা/অদিত্য/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়