ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৭, ১৭ ডিসেম্বর ২০২৪  
চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ

মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা

রাজশাহীতে শ্রমিকদের বাধার মুখে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

যাত্রীরা জানিয়েছেন, সকালে টিকিট কাউন্টারে এসে বাস চলাচল বন্ধের বিষয়ে জানতে পারেন তারা। ফলে, দুর্ভোগ বেড়ে যায় তাদের। অনেকে ছোট যানবাহনে ঝুঁকি নিয়ে রাজশাহীতে গেছেন। এতে ভাড়া ও সময় দুটোই বেশি লেগেছে। রাজশাহীর ওপর দিয়ে ঢাকাগামী দূরপাল্লার বাসও চলতে দেওয়া হচ্ছে না।

চাঁপাইনবাবগঞ্জ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার জানিয়েছেন, রাজশাহীর তানোরে সিএনজিচালিত অটোরিকশা ও অটোরিকশার চালকদের সঙ্গে বাসচালকদের মারামারি হয়েছে। এ কারণে রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেন শ্রমিকরা। এতে চাঁপাইনবাবগঞ্জ থেকেও রাজশাহী রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়। বিষয়টি শ্রমিক ফেডারেশনকে জানানো হয়েছে।

ঢাকা/শিয়াম/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়