হালতি বিল থেকে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নাটোরের নলডাঙ্গায় হালতি বিল থেকে অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে বিলের মাঝে সাবমার্সিবল সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয়রা বিলের মাঝে সাবমার্সিবল সড়কের পাশে যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘ওই যুবকের মুখমণ্ডলে ভারী কিছু দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’’
ঢাকা/আরিফুল/রাজীব