পাবনা ব্যাপ্টিস্ট চার্চে প্রাক বড় দিনের উৎসব
পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রাক বড় দিনের উৎসবে প্রতিকী শান্তা ক্লজ উপস্থাপন
যিশু খ্রিস্টের জন্মদিন শুভ বড়দিন উপলক্ষ্যে পাবনা ব্যাপ্টিস্ট চার্চে প্রাক বড় দিনের উৎসব অনুষ্ঠিত হয়েছে।
উৎসবে বাইবেল পাঠ, প্রতিকী শান্তা ক্লজ উপস্থাপন, কেক কাটা এবং শিশুদের মধ্যে উপহার প্রদান করা হয়।
প্রাক বড় দিনের উৎসবে ধর্মীয় গান পরিবেশনা
সোমবার (২৩ ডিসেম্বর) রাতে পাবনা ব্যাপ্টিস্ট চার্চে প্রার্থণার মধ্য দিয়ে প্রাক বড়দিন উৎসব শুরু হয়। এ ছাড়াও ছিল বাইবেল পাঠ, ধর্মীয় গানসহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠান।
প্রাক বড় দিনের উৎসবে ধর্মীয় গান পরিবেশনা
উৎসবে সবাইকে শুভেচ্ছা জানান পাবনা ব্যাপ্টিস্ট চার্চের যাজক ইসহাক সরকার।
তিনি বলেন, “যিশু জন্মেছিলেন শান্তির বার্তা নিয়ে। তার আবির্ভাব হয়েছিল সবার মধ্যে আলো ছড়িয়ে দিতে। সেই আলোর বার্তা ছড়িয়ে পড়ুক সবার প্রাণে।”
ঢাকা/শাহীন/টিপু