নওগাঁয় সহকারী কমিশনারের বাসা লক্ষ্য করে গুলি
নওগাঁ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

নওগাঁর নিয়ামতপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিমের বাসা লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি।
বৃহস্পতিবার ( ৩০ জানুয়ারি) ভোরে গুলি করা হয়। গুলির বিষয়টি নিশ্চিত করে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
জেলা প্রশাসক জানান, গতকাল রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিমের বাসা লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে সেখানে ৪ রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাসার জানালার গ্লাস ভেদ করে গুলি রুমের ভিতরে প্রবেশ করে।
জেলা প্রশাসক আরো জানান, এরই মধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
ঢাকা/সাজু/বকুল