ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

কুড়িগ্রামের বন্যার্তদের ত্রাণ দিলেন র‌্যাব মহাপরিচালক

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৭, ১৪ জুলাই ২০২৪  
কুড়িগ্রামের বন্যার্তদের ত্রাণ দিলেন র‌্যাব মহাপরিচালক

কুড়িগ্রামের চরাঞ্চলে বানভাসি মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন র‌্যাবের মহাপরিচালক ব্যারিস্টার মো. হারুন অর রশিদ। পাশাপাশি তাদের দেওয়া হয়েছে প্রাথমিক স্বাস্থ্যসেবা। রোববার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর যাত্রাপুরে ত্রাণের প্যাকেট বন্যার্তদের হাতে তুলে দেওয়া হয়। ত্রাণ ও স্বাস্থ্য সেবা পেয়ে খুশি চরের বাসিন্দারা।

সরেজমিনে দেখা যায়, ত্রাণের প্যাকেট মাথায় নিয়ে পানি অতিক্রম করে বাড়ি ফিরছেন বন্যার্তরা। দুই সপ্তাহ ধরে বন্যা কবলিত থাকায় খাদ্য সংকটে ছিলেন জেলার ৯টি উপজেলার প্রায় দুই লাখ মানুষ। নদ-নদীর পানি হ্রাস পাওয়ায় জেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও খাদ্য সংকট এখনো রয়ে গেছে। 

চর যাত্রাপুরের বাসিন্দা জামেলা বেগম বলেন, ‘১৫ দিন ধরে বানের পানিতে আছি। কোনো কাজ কাম নাই। খাবারও শেষ হয়ে গেছে। কোনো সহযোগিতাও পাচ্ছিলাম না। আজ একটা ত্রাণের প্যাকেট পেয়েছি। এটা আমাদের খুব উপকারে আসবে।’

কুড়িগ্রুম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, ‘আমার ইউনিয়নে ১২ হাজার পরিবার বন্যা কবলিত। তাদের মধ্যে মাত্র দেড় হাজার পরিবারকে সরকারি সহায়তা দেওয়া সম্ভব হয়েছে। র‌্যাব যে সহায়তা দিলো তা বন্যার্তদের উপকারে আসবে। আমার এই ইউনিয়নে আরো সরকারি-বেসরকারি সহায়তা প্রয়োজন।’

ত্রাণ বিতরণে অংশ নিয়ে র‌্যাব মহাপরিচালক ব্যারিস্টার মো. হারুন অর রশিদ বলেন, ‘জঙ্গি, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি আসামিদের গ্রেপ্তারের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছে র‌্যাব। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়াতে র‌্যাব সর্বদা আন্তরিক।’ 

র‌্যাবের বিতরণ করা ত্রাণের প্যাকেটে ছিলো- চাল, ডাল, আটা, চিড়া, মুড়ি, গুড় ও বিস্কুটসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। 

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ ম. মাহফুজুল ইসলাম, র‌্যাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ওৎ স্থনীয় জনপ্রতিনিধিরা।

বাদশাহ/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়