ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

‘কী দোষ ছিল আমার সবুজের?’

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৬, ১৭ জুলাই ২০২৪  
‘কী দোষ ছিল আমার সবুজের?’

কোটা সংস্কার আন্দোলনে নিহত মো. সবুজ আলীর বাড়িতে শোকের মাতম চলছে। মাঝে মাঝে মূর্ছা যাচ্ছেন সবুজের মা সূর্যবানু। কখনো বিলাপ করে কাঁদছেন। এরই ফাঁকে ফাঁকে সবুজ হত্যার বিচার চাইছেন।

বুধবার (১৭ জুলাই) দুপুরে সবুজের বাড়ি গিয়ে এই দৃশ দেখা যায়। তিন ছেলে ও এক মেয়ের মধ্যে একমাত্র সবুজই পড়াশোনা করছিলেন। ছেলের মৃত্যুতে পাগলপ্রায় মা সূর্যবানু।

বিলাপ করতে করতে তিনি বলেন, ‘আমার ছেলে সবুজ কোনো দিন কারো সাথে মারামারি তো দূরের কথা, কথা কাটাকাটিও করেনি। এটা সবাই জানে। তাহলে আমার ছেলেকে কেন হত্যা করা হলো? কী দোষ ছিল আমার সবুজের?’

এলাকাবাসী কাওছার ইসলাম বলেন, ‘সবুজের পরিবার খুব গরিব। সবুজ ছোটবেলা থেকেই খুব মেধাবী ও ভদ্র স্বভাবের ছিল। তাই তাকে সবাই পছন্দ করতো। তার মৃত্যুতে এলাকাবাসী খুবই কষ্ট পেয়েছে। এমন ভালো ছেলে আর হয় না। আমরা এই হত্যার বিচার চাই।’

সবুজের ছোট বেলার বন্ধু রবিউল ইসলাম বলেন, ‘আমরা ছোট বেলায় একসাথে খেলাধুলা করেছি। পড়াশোনা করেছি। সবুজ ভালো ছাত্র ছিল। ঢাকায় পড়াশোনা করছিল। তাদের আর্থিক অবস্থা ভালো না। এলাকার সবাই তাকে ভালোবাসতো।’

১ নম্বর চওড়া বড়গাছা ইউনিয়ন পরিষদের মেম্বার গোপাল চন্দ্র রায় বলেন, ‘সবুজ ছোট বেলা থেকেই খুব মেধাবী ছিল। এরাকার সবাইকে সম্মান করতো। খুবই নম্র ও ভদ্র ছিল সবুজ।’

এদিকে সবুজের মৃত্যুতে নীলফামারী জেলা আওয়ামী লীগের আয়োজনে আজ বেলা ১২টার দিকে জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। সেখানে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। 

তিনি বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনে দেশি-বিদেশি অনেকে ষড়যন্ত্র চলছে। তারা দেখছে, কিছু ছাত্র ভুল বুঝে আন্দোলন করছে। তারা এটাকে পুঁজি করে ছাত্রদের উস্কে দিচ্ছে।’

সিথুন/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়