ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

কুড়িগ্রামে তুচ্ছ ঘটনায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৮, ১০ সেপ্টেম্বর ২০২৪  
কুড়িগ্রামে তুচ্ছ ঘটনায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

কুড়িগ্রামের রৌমারীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বছির উদ্দিন (৯০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নুরে আলম নামে একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে রৌমারী উপজেলার দাতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ার চর গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, উচ্চ স্বরে কথা বলাকে কেন্দ্র করে সকালে কথা-কাটাকাটির এক পর্যায়ে নুরে আলম তাকে কিল-ঘুষি মারতে থাকে। এ সময় ঘটনাস্থলেই বছির উদ্দিনের মৃত্যু হয়। পরে নুরে আলম পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। 

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে হত্যা মামলা দায়ের করবেন। মামলা হলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

বাদশাহ্/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়