ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে ভাড়া বাসা থেকে তিন নারীসহ আটক ৪

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৫, ২৩ নভেম্বর ২০২৪  
ঠাকুরগাঁওয়ে ভাড়া বাসা থেকে তিন নারীসহ আটক ৪

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে ভাড়া বাসা থেকে তিন নারী ও এক পুরুষকে আটক করেছে পুলিশ। এ সময় ওই বাসা থেকে কয়েকটি বিদেশি মদের বোতল উদ্ধার করে পুলিশ। 

শুক্রবার (২২ নভেম্বর) রাত ২টায় দিকে ঠাকুরগাঁও পৌরশহরের বশিরপাড়ার (খাজা নার্সারি) জিল্লুর রহমানের বহুতল ভবনে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়। 

আটককৃতরা হলেন, পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বাসিন্দা রোজিনা আক্তার তার স্বামী তফিজুল, শহরের ইসলামবাগ এলাকার বাসিন্দা আশা চৌধুরী ও হরিপুর উপজেলার বাসিন্দা লিজা আক্তার। 

পুলিশ জানায়, বশির পাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে তারা অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এ ঘটনায় এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ এই চারজনকে আটক করে।

ওসি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি। জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ আছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

ঢাকা/হিমেল/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়