ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

‘দেশে গণতান্ত্রিক অভিযাত্রার পথনকশা ঘোষণা করুন’

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১১, ১ ডিসেম্বর ২০২৪  
‘দেশে গণতান্ত্রিক অভিযাত্রার পথনকশা ঘোষণা করুন’

গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জেলা কমিটির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়

দেশে গণতান্ত্রিক অভিযাত্রার পথনকশা ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, ‘‘অন্তর্বর্তী সরকারকে বিপর্যয়ে ফেলতে ও ব্যর্থ করতে নানা ষড়যন্ত্র চলছে। পরিস্থিতি সামাল দিতে জাতীয় সমঝোতা প্রতিষ্ঠার উদ্যোগ নিন। রাজনৈতিক দল ও জনগণকে আস্থায় নিয়ে গণতান্ত্রিক অভিযাত্রার পথনকশা ঘোষণা করুন।’’

রবিবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত জেলা কমিটির প্রতিনিধি সভায় অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, ‘‘দেশে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতার বিস্তার ঘটনা হচ্ছে। ভারত থেকে নানা অশুভ চক্র বাংলাদেশ বিরোধী তৎপরতা অব্যাহত রেখেছে। ভারত পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক উসকানি সৃষ্টি করছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা পুঁজি করে দুনিয়াব্যাপী বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রের তকমা দেওয়ারও চেষ্টা চলছে।’’

আরো পড়ুন:

দেশের জনগণকে কোনো সাম্প্রদায়িক উসকানিতে জড়িয়ে না পড়া এবং ধৈর্য, সহনশীলতা ও সম্প্রীতির মনোভাব নিয়ে পরিস্থিতি মোকাবিলা করার জন্য দেশবাসীর প্রতি তিনি আহ্বান জানান তিনি।  

সাইফুল হক আরও বলেন, ‘‘বিদ্যমান সংকটের কেবল প্রশাসনিক সমাধান নয়, রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। এ লক্ষ্যে রাজনৈতিক দলসহ দেশবাসীকে আস্থায় নিতে সরকারকে দ্রুত কার্যকরী উদ্যোগ নিতে হবে।’’

পার্টির গাইবান্ধা জেলার সম্পাদক ফিরোজ আহমেদের সভাপতিত্বে প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, আনছার আলী দুলাল, পার্টির গাইবান্ধার সংগঠক মাসুদুর রহমান মাসুদ, জাকারিয়া হাসান সুমন প্রমুখ। 

সভায় বক্তারা বলেন, দেশের বিপ্লবী গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী পার্টি ও বিপ্লবী নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টিকে সমাজ বিপ্লবের উপযোগী দল হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তারা।

সভা শেষে পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের শপথ বাক্য পাঠ করান পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। 

ঢাকা/মাসুম/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়