ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

গাইবান্ধা

বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, যুবদল নেতা আহত

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৬, ২ ডিসেম্বর ২০২৪  
বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, যুবদল নেতা আহত

যুবদল নেতা শাহজাহান

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে যুবদল নেতা শাহজাহান (৩৭) আহত হয়েছেন। রবিবার (১ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, হঠাৎ বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে দুর্বৃত্তরা। পরে দলীয় নেতাকর্মীদের লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে ইউনিয়ন যুবদলের সদস্যসচিব শাহজাহান মিয়া আহত হয়েছেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফারুক মিয়া বলেন, ‘‘ঘটনাটি পুলিশকে অবগত করা হয়েছে। এ ঘটনায় দলের পক্ষ থেকে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

ঢাকা/মাসুম/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়