ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

এডিসির গাড়ির ধাক্কায় মুয়াজ্জিনের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫০, ২ ডিসেম্বর ২০২৪  
এডিসির গাড়ির ধাক্কায় মুয়াজ্জিনের মৃত্যু

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা প্রশাসকের (শিক্ষা) গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নাজমুল ইসলাম (৩৫) মারা গেছেন।

সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জের বড়ভিটা বাজার এলাকার রাজুর পানের আড়ত নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, “মারা যাওয়া ব্যক্তি অসাবধানতাবশত রাস্তার পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছিলেন। এসময় এডিসির (শিক্ষা) জিপ গাড়ি তাকে ধাক্কা দেয়। নিহতের পরিবার মামলা করতে আগ্রহী না।”

আরো পড়ুন:

মারা যাওয়া নাজমুল উত্তর বড়ভিটা দলবাড়ি এলাকার মৃত জমসের আলীর ছেলে। তিনি বাজেডুমুরিয়া জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। 

পুলিশ জানায়, নাজমুল বড়ভিটা বাজারের ফয়সাল ফিলিং স্টেশনে মোটরসাইকেলের তেল নিতে যাচ্ছিলেন। রাজুর পানের আড়ত নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসকের (এডিসি) জিপ গাড়ি তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই নাজমুল মারা যান।”

ঢাকা/সিথুন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়