ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

সাবেক রেলমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ফেনসিডিলসহ আটক

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৩, ৫ ডিসেম্বর ২০২৪  
সাবেক রেলমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ফেনসিডিলসহ আটক

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের ব্যক্তিগত কর্মকর্তা ও পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দীপঙ্কর রায় মিঠুসহ দুই জনকে ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ।

বুধবার (৪ ডিসেম্বর) রাতে নীলফামারীর ডোমার উপজেলার পশ্চিম বোড়াগাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক অপরজন হলেন ডোমার উপজেলার দক্ষিণ কেতকীবাড়ি পাঠানপাড়া এলাকার মনছুর আলী।

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ওই এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে। পরে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ দুই জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

আরো পড়ুন:

ঢাকা/সিথুন/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়