ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

ভূরুঙ্গামারীতে বিএনপির ২ গ্রুপে সংঘর্ষ, আহত ১২

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৭, ১৬ ডিসেম্বর ২০২৪  
ভূরুঙ্গামারীতে বিএনপির ২ গ্রুপে সংঘর্ষ, আহত ১২

বিজয়স্তম্ভে ফুল দেওয়া নিয়ে সংঘর্ষ বাধে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিজয়স্তম্ভে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। 

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে এই সংঘর্ষ ঘটলে আহতের ঘটনা ঘটে। আহতদের একজনকে গুরুতর অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন চার জন। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। 

কচাকাটা-ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার এসএম মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জানান, সকালে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ডের বিজয় স্তম্ভে প্রথমে ফুল দেয় উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তফা গ্রুপ। এরপরে বহিষ্কৃত সভাপতি শাহিন শিকদারের লোকজন ফুল দিতে গেলে মোস্তফা গ্রুপের লোকজন বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। 

এরই জেরে সকাল ১০টার দিকে শাহিন শিকদারের পক্ষের দলীয় কার্যালয়ের সামনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ৯ জন নেতাকর্মী আহত হয়। পরে মোস্তফা গ্রুপের সমর্থকরা শাহীন গ্রুপের উপজেলা অফিসের সাইনবোর্ড নামিয়ে তালা লাগিয়ে দেয়।

পরে বিকেলে ৪টার দিকে ভূরুঙ্গামারী উপজেলা শহরের সাদ্দাম মোড়ে শাহিন শিকদারের বাড়িতে ভাঙচুর করে বিপক্ষ গ্রুপের লোকজন। এ সময় ১০টি মোটরসাইকেল ভাঙচুর করে। আহত হন আরও তিন জন।

সহকারী পুলিশ সুপার বলেন, “বর্মানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ মোতায়ন আছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।”

ঢাকা/বাদশাহ্ সৈকত/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়