নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার
কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (১৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রংপুরের জাহাজ কোম্পানির মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল রংপুর মহানগরের জাহাজ কোম্পানি মোড় হতে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে হত্যা, টেন্ডারবাজিসহ একাধিক মামলা রয়েছে।
কুড়িগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মো. মোজাফফর হোসেন বলেন, ‘‘গ্রেপ্তারের পর রাতেই সাদ্দামকে কুড়িগ্রামে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/সৈকত/রাজীব