ঢাকা     শুক্রবার   ২১ মার্চ ২০২৫ ||  চৈত্র ৮ ১৪৩১

চট্টগ্রামে শহীদ হামজা ব্রিগেডের জঙ্গি সদস্য গ্রেফতার

রেজাউল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৪, ৯ জুন ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে শহীদ হামজা ব্রিগেডের জঙ্গি সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার নতুন রেলওয়ে স্টেশন এলাকা থেকে শহীদ হামজা ব্রিগেড নামের এক জঙ্গি দলের সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

 

গ্রেফতারকৃত এই জঙ্গি সদস্যের নাম রাকিব হাসান (২২)। মঙ্গলবার সকালে এই জঙ্গি সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি সোহেল মাহমুদ।

 

র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জঙ্গি সদস্য রাকিব হাসানকে চট্টগ্রামের নতুন রেল স্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

 

গ্রেফতারকৃত রাকিব শহীদ হামজা ব্রিগেড নামের জঙ্গি দলের সদস্য বলে র‌্যাবর কাছে স্বীকার করেছে। গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদ করে এই দলের অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা করছে র‌্যাব।

 

 

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/৯ জুন ২০১৫/রেজাউল/রণজিৎ

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়