ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

করোনায় ‘আটকে আছে’ এইচএসসি পরীক্ষা, উদ্বেগে শিক্ষার্থীরা

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৭, ২১ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
 করোনায় ‘আটকে আছে’ এইচএসসি পরীক্ষা, উদ্বেগে শিক্ষার্থীরা

করোনার কারণে স্থগিত রয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। গত ১ এপ্রিল থেকে পরীক্ষা শুরুর কথা থাকলেও করোনা পরিস্থিতিতে গত ২২ মার্চ  এই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় সরকার। তখন বলা হয়েছিল, এপ্রিল মাসের শুরুর দিকে পরীক্ষার সময়সূচি জানানো হবে। কিন্তু ইতোমধ্যেই ৬ অগাস্ট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময় বাড়িয়েছে সরকার। এর ফলে এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ বেড়েছে।

এদিকে, শিক্ষকরা বলছেন, এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। তাই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হচ্ছে না। কবে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, তার নিশ্চয়তা নেই।  আর প্রতিষ্ঠান খোলার আগে পরীক্ষা নেওয়ারও কোনো সুযোগ নেই।  

আলী হায়দার নামের এক শিক্ষার্থী বলেন, ‘প্রথম দিকে ভেবেছিলাম হয়তো কিছুদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু এখন দেখছি করোনা পরীক্ষা আটকে দিয়েছে। এই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ দেখছি না।’

পরীক্ষা নিয়ে নিজের উৎকণ্ঠার কথা জানালেন আরেক শিক্ষার্থী রুনা আক্তার। তিনি বলেন, ‘সাধারণত এপ্রিলে পরীক্ষা হয়। এবার জুনও শেষের পথে, এখনো পরীক্ষার সময়সূচিই ঠিক হয়নি। দুশ্চিন্তার মধ্যে আছি।’

জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, ‘পুরো বিষয় নির্ভর করছে পরিস্থিতির ওপর। যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, তখনই পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। তবে, অবশ্যই শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের কিছু দিন আগে জানিয়ে দেওয়া হবে।’

শিক্ষার্থীদের উদ্বেগের বিষয়ে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ জিয়াউল হক বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিস্থিতি হলেই তবেই পরীক্ষার সিদ্ধান্ত।’

এদিকে, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শনিবার (২০ জুন) বিকেলে শিক্ষকদের অনলাইনে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ‘করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে না।’ যখন ঝুঁকিমুক্ত পরিবেশ তৈরি হবে, তখনই পরীক্ষা নেওয়া হবেও তিনি জানান।


ইয়ামিন/এনই

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়