ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

চলছে ‘শোধ প্রতিশোধ’ সিনেমার দৃশ্যায়ন

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১২, ২৭ মে ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চলছে ‘শোধ প্রতিশোধ’ সিনেমার দৃশ্যায়ন

মারুফ ও মৌমিতা। ছবি : অপূর্ব খন্দকার

রাহাত সাইফুল : নির্মাতা ফিরোজ খান প্রিন্সের শোধ প্রতিশোধ সিনেমার দ্বিতীয় লটের শুটিং চলছে উত্তরায়। ২৫ মে থেকে শুরু হওয়া দ্বিতীয় লটের শুটিং ১০ জুন পর্যন্ত চলবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।  

এ প্রসঙ্গে পরিচালক ফিরোজ খান প্রিন্স রাইজিংবিডিকে বলেন, ‘আজ উত্তরার বিভিন্ন জায়গায়  ফাইটের শুটিং করছি। এতে অংশ নিয়েছেন কাজী মারুফ, মৌমিতা মৌসহ আরো অনেকে। এ লটের বিএফডিসিসহ বিভিন্ন লোকেশনে ১০ জুন পর্যন্ত শুটিং চলবে।’

এশিউর গ্রুপ নিবেদিত এবং অ্যাডকম ফিল্ম প্রযোজিত এ চলচ্চিত্রে অভিনয় করবেন- চিত্রনায়ক কাজী মারুফ, চিত্রনায়িকা মৌমিতা মৌ, মডেল অভিনয়শিল্পী মৌসুমী হামিদ, সাদিয়া আফরিন, কাবিলা, মিজু আহমেদসহ আরো অনেকে।

১১ মে বিএফডিসির ভিআইপি প্রজেকশন হলে এ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। এর পর ১৩ মে, বিএফডিসিতে সিনেমাটির শুটিং শুরু হয়। এ সিনেমায় মোট পাঁচটি গান থাকবে। এর মধ্যে একটি আইটেম গানও রয়েছে।

 

 

 


রাইজিংবিডি/ঢাকা/২৭ মে ২০১৫/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়