ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

মুসার জোড়া গোলে নাইজেরিয়ার জয়

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০০, ২২ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুসার জোড়া গোলে নাইজেরিয়ার জয়

ক্রীড়া ডেস্ক : লড়াইটা আইসল্যান্ড ও নাইজেরিয়ার হলেও এই ম্যাচে চোখ ছিল আর্জেন্টিনার। আইসল্যান্ড নাইজেরিয়ার কাছে হারলে তা আর্জেন্টিনার পক্ষে যেত। আর্জেন্টিনা নাইজেরিয়াকে একটা ধন্যবাদ দিতেই পারে! আহমেদ মুসার জোড়া গোলে আইসল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়েছে আফ্রিকার ‘সুপার ঈগল’রা।

ক্রোয়েশিয়ার বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ শুরু করা নাইজেরিয়ার এটি প্রথম জয়। তাদের এই জয়ে কিছুটা সুবিধা হলো আর্জেন্টিনারও। প্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলের হারে গ্রুপপর্ব থেকে বাদ পড়ার শঙ্কায় আছে আর্জেন্টিনা।

প্রথম দুই ম্যাচ জিতে ‘ডি’ গ্রুপ থেকে প্রথম দল হিসেবে শেষ ষোলোতে চলে গেছে ক্রোয়েশিয়া। দুই ম্যাচে ক্রোয়েশিয়ার পয়েন্ট ৬, নাইজেরিয়ার ৩, আইসল্যান্ড ও আর্জেন্টিনার ১ পয়েন্ট। শেষ তিন দলেরই সুযোগ থাকছে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার। 

গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা-নাইজেরিয়া ও ক্রোয়েশিয়া-আইসল্যান্ড। পরের রাউন্ডে যেতে শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনাকে জিততেই হবে। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচটার দিকেও। সেই ম্যাচে ক্রোয়েশিয়া আইসল্যান্ডকে হারালে শেষ ষোলোয় উঠবে আর্জেন্টিনা। আর দুটি ম্যাচই ড্র হলে নাইজেরিয়া যাবে পরের রাউন্ডে।

ভোলগোগ্রাদে শুক্রবার ম্যাচের প্রথমার্ধের বেশিরভাগ সময়ই বল দখলে রেখেছিল নাইজেরিয়া। কিন্তু অন টার্গেটে একটি শটও নিতে পারেননি নাইজেরিয়ার খেলোয়াড়রা।

অন্যদিকে প্রথমার্ধে আইসল্যান্ডের তিন শটের দুটিই ছিল অন টার্গেটে। এর মধ্যে সবচেয়ে বড় সুযোগটা এসেছিল প্রথমার্ধের একেবারে শেষ মিনিটে। দারুণ এক ফ্রি-কিক নিয়েছিলেন গিলফি সিগুর্ডসন। কিন্তু বক্সের ভেতর বলে ঠিকমতো পা ছোঁয়াতে পারেননি আলফ্রেড ফিনবগাসন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় নাইজেরিয়া। ৪৯ মিনিটে গোলটা করেন আহমেদ মুসা। পাল্টা আক্রমণে ভিক্টর মোসেসের ক্রস বক্সের ভেতর পা দিয়ে দারুণভাবে নামিয়ে জালে পাঠান এই ফরোয়ার্ড।

৫৬ মিনিটে ব্যবধান বাড়ানোর ভালো সুযোগ এসেছিল নাইজেরিয়ার সামনে। কিন্তু বক্সের সামনে থেকে উইলফ্রেড এনদিদির শট লাফিয়ে উঠে কর্নারের বিনিময়ে প্রতিহত করেন আইসল্যান্ডের গোলরক্ষক হ্যানেস থর হলডরসন।

৭৪ মিনিটে নাইজেরিয়াকে হতাশ করে ক্রসবার। মুসার দারুণ শট গোলরক্ষককে পরাস্ত করলেও ক্রসবারে লেগে ফেরে। পরের মিনিটেই অবশ্য দারুণ এক গোলে হতাশা দূর করেন মুসা। বক্সের ভেতর গোলরক্ষককে কাটিয়ে নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ২-০ করেন ২৫ বছর বয়সি এই ফরোয়ার্ড।

৮০ মিনিটে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির সহায়তায় পেনাল্টি পেয়েছিল আইসল্যান্ড। দলটির ফিনবগাসনকে বক্সের ভেতর ফাউল করেছিলেন নাইজেরিয়ার এবুচি। রেফারি যদিও প্রথমে পেনাল্টি দেননি। ভিডিও দেখে পেনাল্টির বাঁশি বাজান। কিন্তু স্পট কিকে বল উড়িয়ে মারেন সিগুর্ডসন।শেষ পর্যন্ত তাই গোল পাওয়া হয়নি প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে আসা আইসল্যান্ডের। 



রাইজিংবিডি/ঢাকা/২২ জুন ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়