ঢাকা     বুধবার   ১৫ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩১

বিশ্বের শীর্ষ ধনীর মুকুট ফের বেজসের

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৬, ২৬ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্বের শীর্ষ ধনীর মুকুট ফের বেজসের

বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির খেতাব ফিরে পেয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস। মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের কাছে মাত্র এক দিনের জন্য শীর্ষ ধনীর মুকুট হারিয়েছিলেন তিনি।

বৃহস্পতিবার এ বছরের তৃতীয় প্রান্তিকের হতাশাজনক আয়ের হিসাব প্রকাশের পরই শেয়ারের মূল্য কমে গিয়েছিল অ্যামাজনের। এর প্রভাবে শীর্ষ ধনীর অবস্থান থেকে ছিটকে পড়ে তালিকার দ্বিতীয়তে নেমে এসেছিলেন জেফ বেজস। আর প্রথম অবস্থানে উঠে পড়েন বিল গেটস।

তবে শুক্রবার শেয়ারবাজারে অ্যামাজনের শেয়ারের কিছুটা উন্নতি হয়। এর ফলে আবারও শীর্ষ ধনী ব্যক্তিতে পরিণত হয়েছেন জেফ বেজস। তার সম্পদের পরিমাণ এখন ১০৯.৯ বিলিয়ন ডলার। অন্যদিকে ১০৫.৮ বিলিয়ন মার্কিন ডলার সম্পদের মালিক হয়ে বিল গেটস ফিরেছেন তালিকার দ্বিতীয় স্থানে।

এরকম ঘটনা এর আগেও একবার ঘটেছিল। সেবারও ২৪ ঘণ্টার মধ্যেই গেটসকে হটিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেন বেজস। তবে ১৯৯৫ সাল থেকে ২০১৭ পর্যন্ত একটানা শীর্ষ ধনী ছিলেন বিল গেটস। ২০১৮ সালে তার স্থান দখল করেন জেফ বেজস।


ঢাকা/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়