ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কথা বলার সময়ও ছড়াতে পারে করোনাভাইরাস

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৩, ২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কথা বলার সময়ও ছড়াতে পারে করোনাভাইরাস

কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সেই সঙ্গে থেমে নেই মৃত্যুর সংখ্যাও। বিশেষজ্ঞদের মতে, আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশি থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে।

এবার হোয়াইট হাউসের একজন উপদেষ্টা দাবি করেছেন, করোনাভাইরাসটি কথাবার্তা বা এমনকি শ্বাস-প্রশ্বাসের মাধ্যমেও ছড়াতে পারে। 

হোয়াইট হাউসের সায়েন্স অ্যান্ড টেকনোলজি পলিসি অফিসের কর্মকর্তা কেলভিন ড্রগমেয়ারের কাছে পাঠানো চিঠিতে ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেসের একটি কমিটির চেয়ারম্যান ড. হার্ভে ফিনবার্গ এ তথ্য উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ‘করোনাভাইরাসের সুনির্দিষ্ট গবেষণার সীমাবদ্ধতা থাকলেও, ইতিমধ্যে গবেষণার তথ্যগুলো স্বাভাবিক শ্বাস-থেকে ভাইরাসটি বাতাসে ছড়ানোর বিষয়টির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’

চিঠিতে তিনি আরো লিখেছেন, ‘এই চিঠিটি হাঁচি/কাশি থেকে নির্গত তরল কণা ছাড়াও কথোপকথনের মাধ্যমে (করোনাভাইরাস) ছড়িয়ে পড়ার সম্ভাবনা সম্পর্কিত আপনার প্রশ্নের জবাব দেয়। বর্তমানের গবেষণাগুলো এই সম্ভাবনাটিকে সমর্থন করে যে, করোনা আক্রান্ত রোগীর শ্বাস-প্রশ্বাস থেকে নির্গত বায়োঅ্যারোসলের মাধ্যমেও ভাইরাসটি বাতাসে ছড়িয়ে যেতে পারে।’ 

এ প্রসঙ্গে ডা. ফিনবার্গ সিএনএনকে বলেন, এটা সম্ভব যে করোনাভাইরাসের জীবাণুগুলো বাতাসে দীর্ঘ সময় ভেসে থাকতে পারে এবং পরবর্তীতে কাউকে সংক্রামিত করতে পারে। তাঁর মতে, বাতাস চলাচলের ব্যবস্থা নেই এমন রুমে করোনা আক্রান্ত রোগীর শ্বাস-প্রশ্বাসের থেকে নির্গত করোনা জীবাণু ছড়িয়ে পড়ার পর পরবতীতে ওই রুমে কেউ প্রবেশ করলে সেও শ্বাস-প্রশ্বাস নেওয়ার সময় এতে আক্রান্ত হতে পারেন। আর করোনা আক্রান্ত রোগী বাইরে থাকলে সম্ভবত তা বাতাসে ছড়িয়ে দেবে।

 

ঢাকা/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়