ঢাকা     শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৭ ১৪৩১

নতুন সুবিধায় পাবজি

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৭, ১১ অক্টোবর ২০২০  
নতুন সুবিধায় পাবজি

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পেলোড মোড ২.০ নিয়ে এসেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মোবাইল গেম পাবজি মোবাইল। অ্যাপ স্টোর ও গুগল প্লে স্টোর থেকে গেমটি বিনামূল্যে আপডেট করে নতুন পেলোড মোড উপভোগ করা যাবে। নতুন এই আপডেট গেমপ্লেতে গেমারদের জন্য থাকছে নতুন সশস্ত্র যানবাহন, সুপার ওয়েপেন ক্রেট সহ আরো অনেক নতুন কিছুর অভিজ্ঞতা। 

এক বছর আগে পাবজি মোবাইলে যুক্ত করা হয়েছে পেলোড মোড, যার মাধ্যমে গেমাররা যুদ্ধ করার জন্য একটি নতুন অভিজ্ঞতা পেয়েছিল। আর এবার পেলোড ২.০ ভার্সন যুক্ত করার ফলে প্লেয়াররা গেমপ্লেতে কৌশলগত সুবিধা অর্জনের পাশাপাশি শক্তিশালী যানবাহন ও ভারী আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে। 

ইউএজেড, ডাসিয়া, অফ-রোড বাগি ও পিক-আপ ট্রাক সহ পাবজি মোবাইলের ক্লাসিক রাইডগুলো প্রতিরক্ষামূলক আবরণ দিয়ে শক্তিশালী করা হয়েছে। পাশাপাশি প্লেয়াররা নতুন সশস্ত্র হেলিকপ্টার ব্যবহার করতে পারবে। প্লেয়ারদের জন্য নিউ লেজার-গাইডেড মিসাইল ও ফোর-ব্যারেল রকেট লঞ্চারকে সুপার ওয়েপন ক্রেটস এ যুক্ত করা হয়েছে। ৩০ সেকেন্ডের ইউএভি কন্ট্রোল টার্মিনাল, আটটি মিসাইল সজ্জিত ক্ষেপণাস্ত্র নিকটবর্তী শত্রুর অবস্থান লক্ষ্য করে হামলা এবং ম্যান-পোর্টেবল রাডার শত্রু যানবাহন সম্পর্কে তথ্য জানাবে। সকল বিস্ফোরণের ক্ষয়ক্ষতি থেকে কিছুটা বাঁচার জন্য নতুন লুটেবল বম্ব স্যুট সংযুক্ত করা হয়েছে।

আরো পড়ুন:

নতুন পেলোড মোডে সিক্রেট রুমটি যুদ্ধের সময় এলোমেলোভাবে সাজানো থাকে, যেখানে দুর্দান্ত সব অস্ত্র রয়েছে। প্রতিটি ম্যাচ শুরুর পরে বেসটি সক্রিয় হয়, ফলে ভারী অস্ত্রশস্ত্র ও শক্তিশালী সরঞ্জাম ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। এছাড়া যুদ্ধে টিকে থাকার জন্য অ্যাডভান্সড কমিউনিকেশন টাওয়ারের মাধ্যমে মৃত টিমমেটদের পুনরুজ্জীবিত করার সুবিধাও রয়েছে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়