ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

পাবজিতে হ্যালোউইকস মোড

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৮, ২৭ অক্টোবর ২০২০   আপডেট: ১৭:৫৯, ২৭ অক্টোবর ২০২০
পাবজিতে হ্যালোউইকস মোড

জনপ্রিয় মোবাইল গেম ‘পাবজি মোবাইল’ হ্যালোইন উপলক্ষে গেমটিকে করেছে আরও উপভোগ্য। ক্লাসিক ইরাঙ্গেল মানচিত্রে যুক্ত করেছে নতুন থিমযুক্ত গেমপ্লে ‘হ্যালোউইকস মোড’। এছাড়াও হ্যালোইন থিমের আউটফিটসহ নানা বৈচিত্র।

আগামী ৯ নভেম্বর সোমবার পর্যন্ত গেমাররা ইরাঙ্গেল লাইনের বৃহত্তর হ্যালোইন পরিবেশ উপভোগ করতে পারবেন। একই সঙ্গে গেমাররা ইরাঙ্গেল ম্যাচ খেলার সময় ‘হ্যালোউইকস মোডে’ প্রবেশ করার সুযোগ পাবেন। এই মোডটিতে যুদ্ধক্ষেত্রের চারপাশের নির্দিষ্ট স্থানে থাকছে জম্বি ক্যাম্প, যেখানে রয়েছে জম্বি ও মূল্যবান ক্রেটস। মূল্যবান এই সম্পদ পেতে ক্যাম্পের সকল জম্বিকে ধ্বংস করতে হবে। 

হ্যালোউইকস কন্টেন্ট আপডেটটিতে ভার্চুয়াল রক ব্যান্ড পাওয়ার ফোর(৪) নিয়ে আসা হয়েছে। তাছাড়া গেমটিতে একটি নতুন গানেরও আত্ম-প্রকাশ করা হয়েছে । এছাড়াও গেমটিতে পাওয়া যাবে হ্যালোউইকস এক্সক্লুসিভ থিমযুক্ত পোশাক।
আরও দুর্দান্ত অভিজ্ঞাতার জন্য গেমাররা আনডেড মনস্টারদের তরঙ্গকে চ্যালেঞ্জ জানাতে এবং তাদের প্রশিক্ষণ গ্রাউন্ডস র‌্যাংকিংকে উন্নত করতে চিয়ার পার্ক প্রশিক্ষণ মাঠে যেতে পারবেন ।

আরো পড়ুন:

পাবজি মোবাইল অ্যাপ স্টোর ও প্লে স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়