ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

কম দামের নতুন আইফোনে যেসব সুবিধা রয়েছে

মো. রায়হান কবির || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৫, ১৫ মার্চ ২০২২   আপডেট: ২২:৩৩, ১৫ মার্চ ২০২২
কম দামের নতুন আইফোনে যেসব সুবিধা রয়েছে

আইফোন মানেই দামি কিছু। ধরা ছোঁয়ার বাইরের কিছু। দিনকে দিন এমন ধারণাই পোক্ত হচ্ছিল। তবে সে ধারণায় ছেঁদ পরে ২০২০ সালে, যখন অ্যাপল কর্তৃপক্ষ কম বাজেটে সাধারণ মানুষের জন্যও ফোন নিয়ে আসে।

৩৯৯ ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় ৩৪ হাজার টাকায় আইফোন তখন কেউ কল্পনাও করতে পারেনি। কিন্তু আইফোন ঠিকই ‘এসই’ মডেলের ফোন উদ্বোধন করে কম বাজেটের আইফোন প্রেমীদের আশা পূরণ করে। তবে সেই ২০২০ সালের পর কম বাজেটের ফোন উধাও হয়ে যায়। এদিকে আইফোন নতুন নতুন মডেল লঞ্চ করে ঠিকই কিন্তু সেগুলোর দাম প্রায় আকাশ ছোঁয়া।

এবার ২০২২ সালে এসে অ্যাপল সম্প্রতি উন্মোচন করেছে আইফোন এসই ২০২২ মডেল। হ্যাঁ, মাত্র ৪২৯ ডলার বা প্রায় ৩৭ হাজার টাকায় আবারও আইফোন কেনার সুযোগ দিচ্ছে অ্যাপল। স্মার্টফোনের এই বনেদী ঘরানার ফোন পেতে বিশ্বের বিভিন্ন দেশে ইতিমধ্যে অনেকেই প্রি-অর্ডারে ব্যস্ত হয়ে পরেছে।

আরো পড়ুন:

এবার তাহলে চলুন দেখে নিই, কী আছে এই নতুন এসই মডেলে এবং আগের চেয়ে কতটা বদলেছে আইফোন এসই ২০২২।

সুতরাং বোঝাই যাচ্ছে, এবারের এসই ২০২২ বাজেট ফোন হলেও এর মধ্যে আইফোন ১৩’র ছোঁয়া পাওয়া যাবে। বিশেষ করে প্রসেসর এবং সফটওয়্যার যেহেতু একই সেহেতু আইফোন এসই ২০২২ বাজারে ভালো সাড়া পাওয়ার কথা। এখন দেখা যাক, বাজারে আসার পর গ্রাহকদের রেসপন্স কেমন হয়।

/ফিরোজ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়