ঢাকা     রোববার   ২৪ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১০ ১৪৩১

৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নিচ্ছেন ইলন মাস্ক

প্রকাশিত: ১৭:২০, ২৬ এপ্রিল ২০২২   আপডেট: ১৭:২১, ২৬ এপ্রিল ২০২২
৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নিচ্ছেন ইলন মাস্ক

অবশেষে টুইটার কিনে নিলেন ইলন মাস্ক। ৪৪ বিলিয়ন ডলার খরচ করে টুইটারের মালিকানা পেতে যাচ্ছেন তিনি।

২০১৩ সালে থেকে পাবলিক কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করেছিল টুইটার। ইলন মাস্ক এই সোশ্যাল প্ল্যাটফর্ম কিনে নেওয়ার পরে ফের একবার প্রাইভেট কোম্পানিতে পরিণত হলো টুইটার।

টুইটার কর্তৃপক্ষের সঙ্গে মাস্কের যে চুক্তি হয়েছে, তাতে বলা আছে, প্রতিটি শেয়ারপিছু ৫৪ দশমিক ২০ ডলার দেবেন মাস্ক। এই বছরের শেষে চুক্তির আনুষ্ঠানিকতা শেষ হবে। গত ১ এপ্রিল টুইটারের নয় শতাংশ শেয়ার কিনেছিলেন মাস্ক। তখন যা দাম ছিল, তার থেকে ৩৮ শতাংশ বেশি দাম দিচ্ছেন মাস্ক।

রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স ও ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক এক বিবৃতিতে বলেছেন, ‘স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকার হলো গণতন্ত্রের ভিত্তি। আমি টুইটারকে আরো ভালো করতে চাই। নতুন বিষয় যোগ করতে চাই। মানুষের আস্থা আরো বাড়াতে চাই।’

টুইটার প্রধান পরাগ আগরওয়াল টুইট করে বলেছেন, ‘গোটা বিশ্বে টুইটারের একটা প্রাসঙ্গিকতা আছে, উদ্দেশ্য আছে, প্রভাব আছে। আমি আমার টিমের কাজে গর্বিত।’

অন্যদিকে টুইটারের বোর্ডের চেয়ারপার্সন ব্রেট টেলর বলেছেন, মাইক্রোব্লগিং সাইট কেনার জন্য ইলন যে প্রস্তাব দিয়েছিলেন, তা গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে। যা টুইটারের শেয়ারহোল্ডারের জন্য সেরা পথ হবে।

ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে বলা হয়েছে, কিছুদিন আগে টুইটারের ৯ দশমিক ২ শতাংশ শেয়ার কিনে নেন ইলন মাস্ক। সেই থেকেই গুঞ্জন ছিল তিনি পুরো টুইটার কিনে নেবেন। এবার সেই গুঞ্জন সত্যি হয়েছে। যদিও এর আগে মাস্কের টুইটারের সম্পূর্ণ মালিকানা কিনে নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল এর পরিচালনা পর্ষদ।

তবে সোমবার (২৫ এপ্রিল) মাস্কের প্রস্তাব অনুমোদন করে টুইটার বোর্ড। মাস্কের অধীনে টুইটার একটি প্রাইভেট কোম্পানি হবে।

ইলন মাস্ক হঠাৎ করেই টুইটারের মালিক বনে যাননি। এ বছরের জানুয়ারি থেকে তিনি নীরবে শেয়ার কিনতে শুরু করেন।এপ্রিল মাসের শুরুর দিকে টুইটারের ৯ দশমিক ১ শতাংশ শেয়ারের মালিক হন মাস্ক। এর মাধ্যমে তিনি কোম্পানিটির দ্বিতীয় বৃহত্তম শেয়ারহোল্ডার হয়ে যান। এরপর তাকে পরিচালনা পর্ষদে যোগ দেওয়ার আহ্বান জানানো হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। কিন্তু ১৪ এপ্রিল হঠাৎই পুরো টুইটার কিনে নেওয়ার প্রস্তাব দেন মাস্ক।

/ফিরোজ/


সর্বশেষ

পাঠকপ্রিয়