ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

মাল্টিটাস্কিং স্মার্টফোন ভিভো ওয়াই৩৬

প্রকাশিত: ১৯:০৫, ২৩ জুলাই ২০২৩   আপডেট: ২৩:১৯, ২৩ জুলাই ২০২৩
মাল্টিটাস্কিং স্মার্টফোন ভিভো ওয়াই৩৬

হাতের স্মার্টফোনটি যেমন হাজার কাজে অন্যতম মাধ্যম, তেমনি বহন করে ব্যক্তির রুচির পরিচয়। তাই সকলেই চান এমন স্মার্টফোন যা মাল্টিটাস্কিং হওয়ার পাশাপাশি হবে রুচিশীল। বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো এনেছে রুচিশীল এবং নান্দনিক স্মার্টফোন ভিভো ওয়াই৩৬। 

ফোনটির আসল চমক এর প্রিমিয়াম ক্রিস্টাল গ্রিপ গ্লাস, ব্যাটারির চার্জের স্থায়ীত্ব আর শক্তিশালী চার্জার। এছাড়া বিশাল ধারণ ক্ষমতা এবং অসাধারণ ফিচারের সমাহার যেমন মেটাবে কাজের প্রয়োজন তেমনি মেটাবে তারুণ্যেরও দাবি।

২৬,৯৯৯ টাকায় মিড রেঞ্জের মধ্যে প্রিমিয়াম স্মার্টফোন ব্যবহারের অনুভূতি দেবে ভিভো ওয়াই৩৬।      

আরো পড়ুন:

ব্যাক সাইডে গোল্ডেন রিপল প্রসেস ব্যবহারে দেখতে বেশ দারুণ ভিভো ওয়াই৩৬ এর ভাইব্রেন্ট গোল্ড রঙের স্মার্টফোনটি। পাশাপাশি ক্যামেরা সেগমেন্টে ব্যবহৃত রেইনবো রিং বেশ শৈল্পিক ভাব তুলে ধরে। দুইটি রঙের মধ্যে অপরটি হলো, মেটিওর ব্ল্যাক। যারা কালো রঙ ভালোবাসেন তাদের জন্য মেটিওর ব্ল্যাক রঙের ভিভো ওয়াই৩৬।  

৪৪ ওয়াট ক্ষমতাসম্পন্ন সুপার চার্জার দিয়ে মাত্র পনের মিনিটে হবে ৩০ শতাংশ চার্জ। মাত্র এক ঘণ্টার ফুল চার্জে পাঁচ হাজার মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি নির্ঝঞ্ঝাটে ব্যবহার করা যাবে প্রায় দেড় দিন। তাই এই ফোনে বারবার চার্জ দেওয়ার ঝামেলা এড়িয়ে কাজ করা যাবে নিশ্চিন্তে।

মাল্টিটাস্কিং এর জন্য বিখ্যাত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর রয়েছে ভিভো ওয়াই৩৬ ফোনে। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে সর্বশেষ অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অপারেটিং সিস্টেম ফানটাচ ওএস ১৩। ৮ জিবি রম এবং ১২৮ জিবি রমের সুবিধা পাওয়া যাবে। ফলে এক ট্যাপেই যেকোনো অ্যাপ ওপেন, দ্রুত পরিবর্তন এবং সকল অ্যাপ ডেটা সংরক্ষণ হবে অনেক স্মুথ। পাশাপাশি ২৭টি অ্যাপ এক সঙ্গে ব্যাকগ্রাউন্ডে রেখে অনেক কাজ একসঙ্গে করা সম্ভব। ফলে মাল্টিটাস্কিং এর অন্যন্য অভিজ্ঞতা পাওয়া যাবে স্মার্টফোনটিতে।

আপডেটেড সফটওয়্যার এবং হিটিং সিস্টেমে উন্নত প্রযুক্তি ব্যবহার করায় দীর্ঘক্ষণ গেমিং এবং কন্টেন্ট দেখেও গরম হয় না স্মার্টফোনটি। 

৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেল বোকেহ এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরায় ধারণ করা যাবে বেশ ভালো মানের ছবি। পোর্ট্র্রেট মোডটির পারফরম্যান্স এতো দুর্দান্ত যে, অনেকেরই আলোকচিত্রী হবার শখ জাগবে। স্ট্যাবিলাইজার থাকায় চলন্ত অবস্থাতেও বেশ ভালো মানে ভিডিও করা যায়। স্মার্টফোনটির অন্যতম আকর্ষণীয় ও অভিনব ফিচার হলো এর ডাবল এক্সপোজার মোড। যা দুইটি ভিন্ন ভাবে তোলা ছবিকে একত্র করবে। পাশাপাশি বেশ দুর্দান্ত এবং সৃজনশীল ছবি দেবে। ভিভো ওয়াই৩৬ স্মার্টফোনটি সংগ্রহ করা যাবে ভিভোর যেকোনো অথোরাইজড শো-রুম কিংবা ই-স্টোরে।

/ফিরোজ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়